ধর্ম যার যার উৎসব সবার। শারদীয় দুর্গাপূজায় বৈশাখী টেলিভিশনের বর্ণাঢ্য আয়োজনে থাকছে পূজার বিশেষ ফোনো লাইভ কনসার্ট সময় কাটুক গানে গানে। অনুষ্ঠানে গান গাইবেন দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী বাদশা বুলবুল ও দেবলীনা সুর।
কথা বলবেন পূজা নিয়ে। ফোনে দর্শকরাও তাদের পছন্দের গানের অনুরোধ করতে পারবেন, কথা বলতে পারবেন প্রিয় শিল্পীর সাথে, ভাগ করতে পারবেন পূজার আনন্দ এবং প্রিয়জনকে জানাতে পারবেন পূজার শুভেচ্ছা।
অনুষ্ঠান উপস্থাপনায় পারিহা। প্রযোজনা এস আলী সোহেল ও আবদুল্লাহ আল মামুন। সরাসরি সম্প্রচারিত হবে আগামীকাল ২৯ সেপ্টেম্বর শুক্রবার রাত ১১টায়।