• শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৫:১২ অপরাহ্ন

আমন্ত্রণে সাড়া দিয়ে পাকিস্তান যাচ্ছেন ভারতীয় ক্রিকেটের প্রধান

নিউজ ডেস্ক
আপডেটঃ : শনিবার, ২৬ আগস্ট, ২০২৩

১৫ বছর পর এশিয়া কাপ আয়োজন করতে যাচ্ছে পাকিস্তান। কিন্তু নিরাপত্তা ইস্যুর কারণে সেখানে খেলবে না ভারতীয় ক্রিকেট দল।

তাই পাকিস্তানের পাশাপাশি শ্রীলঙ্কাতেও হবে এশিয়া কাপের ম্যাচ। ভারতের সবগুলো ম্যাচই হবে শ্রীলঙ্কায়। তবে পাকিস্তানে এশিয়া কাপের ম্যাচ দেখতে যাবেন ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের প্রেসিডেন্ট স্টুয়ার্ট বিনি ও ভাইস-প্রেসিডেন্ট রাজীব শুক্লা।
মূলত এশিয়া কাপে বিসিসিআইসহ অংশগ্রহণকারী সব দেশের বোর্ডপ্রধানকে আনুষ্ঠানিক আমন্ত্রণপত্র দিয়েছেন পাকিস্তানের ম্যানেজিং কমিটির চেয়ারম্যান। সেই ডাকে সাড়া দিয়ে পাকিস্তান যাবেন ভারতীয় ক্রিকেটের প্রধান। এমনটাই জানিয়েছে ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই।

বোর্ডের এক সূত্র পিটিআইকে বলেছেন, ‘বিনি, শুক্লা এবং বোর্ড সচিব জয় শাহ ভারত বনাম পাকিস্তান ম্যাচ দেখতে ২ সেপ্টেম্বর শ্রীলঙ্কার পাল্লেকেলেতে হাজির থাকবেন। পর দিন তাদের ভারতে ফেরার কথা। তার পরেই ওয়াঘা সীমান্ত দিয়ে লাহোরে যাবেন প্রেসিডেন্ট এবং ভাইস-প্রেসিডেন্ট। ‘

লাহোরে এশিয়া কাপের তিনটি ম্যাচ রয়েছে। জানা গিয়েছে, ৪ সেপ্টেম্বর লাহোরে যাবেন বিনি এবং শুক্ল। ফিরবেন ৭ সেপ্টেম্বর। এর মধ্যে দু’টি ম্যাচ দেখবেন তারা। ওই সময়ের মধ্যে ৫ সেপ্টেম্বর আফগানিস্তান বনাম শ্রীলঙ্কা এবং ৬ সেপ্টেম্বর সুপার ফোরের একটি ম্যাচ রয়েছে। ওই দুটি ম্যাচেই তারা থাকবেন স্টেডিয়ামে।

আগামী ৩০ আগস্ট থেকে মুলতানে পাকিস্তান-নেপাল ম্যাচ দিয়ে শুরু হবে এশিয়া কাপ। আসরে ১৩ টি ম্যাচের মধ্যের মাত্র চারটি আয়োজন করবে পাকিস্তান, বাকি সব অনুষ্ঠিত হবে শ্রীলঙ্কায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ