অরুণা বিশ্বাসের কাছে উৎসব মানেই আনন্দ। সেটা ঈদ, পূজা, নববর্ষ যাই হোক না কেন। আনন্দ উদযাপনে তার কোন কার্পণ্য নেই। তাইতো প্রতিটি উৎসবেই তিনি প্রিয়জনদের উপহার সামগ্রী কিনে দেন।
তার কাছে পূজা ব্যাপারটা সার্বজনীন উৎসবের। সারা বছর ব্যস্ত থাকেন অরুণা বিশ্বাস। পূজা-অর্চনা আর আনন্দের মধ্যে পরিবারের সঙ্গে একটু একান্তে সময় কাটাতে চান তিনি। কেনাকাটাও করেছেন প্রিয়জনের জন্য। সপ্তমীতে কলাবাগান পূজামণ্ডপসহ ঢাকার বিভিন্ন মণ্ডপে ঘুরেছেন তিনি। ওইদিনই রওয়ানা হন খুলনার উদ্দেশে। সেখানে এক আত্মীয়ের বাড়িতে একদিন কাটিয়ে ফিরে আসেন গ্রামের বাড়ি মানিকগঞ্জে। নবমী আর দশমী কাটাবেন মানিকগঞ্জের ঘিওর উপজেলায় জাবরা গ্রামে।
আজ বৃহস্পতিবার দুপুরে আলাপকালে ইত্তেফাককে অরুণা বিশ্বাস বলেন, সারা বছর নানা কাজে ব্যস্ত থাকি। এবার পূজা উদযাপন করবো সবার সঙ্গে মন্টপে গিয়ে ঘুরবো, খাওয়া-দাওয়া, আনন্দ-উল্লাসে সময় কাটাবো। পাশাপাশি পরিচিত, পরিজনদের সময় দেবো।