ভয়াবহ বন্যায় সাতকানিয়ার তেমুহনী এলাকার দোহাজারী-কক্সবাজার রেললাইনের ক্ষতিগ্রস্ত অংশ সংস্কার করা হয়েছে। শনিবার পরিপূর্ণভাবে সংস্কার কাজের সমাপ্তি টেনেছে সংশ্লিষ্টরা। পাশাপাশি তেমুহনী এলাকায় আগামীতে বন্যা পরিস্থিতিতে রেলপথের সুরক্ষায় ক্ষতিগ্রস্ত অংশে নতুন করে আরও তিনটি কালভার্ট নির্মাণের
উদ্যোগ নেওয়া হয়েছে। তবে সেসবের নির্মাণকাজ শুষ্ক মৌসুমে শুরু করা হবে। প্রকল্প কর্মকর্তাদের দাবি, নির্ধারিত সময় অর্থাৎ আগামী অক্টোবরের শেষে এ রেলপথের উদ্বোধন সম্ভব।
বন্যার পানিতে নতুন রেলপথের ২৫০ মিটার ক্ষতিগ্রস্ত হয়। গত ১৮ আগস্ট রেলপথ মন্ত্রণালয়ের সচিব ড. হুমায়ুন কবীর ক্ষতিগ্রস্ত রেললাইন পরিদর্শন করে সাংবাদিকদের জানান, ২৫০ মিটার রেলপথ ক্ষতিগ্রস্ত হয়েছে। পানির স্রোতে পাথর, কংকর ও মাটি সরে গেছে- এসব তথ্য জানান। পাশাপাশি আগামীতে এলাকার মানুষ যাতে বন্যার পানিতে কষ্ট না পায়, সেজন্য তেমুহনী এলাকায় নতুনভাবে আরও কয়েকটি কালভার্ট-ব্রিজ করার প্রতিশ্রুতি দেন।
এ বিষয়ে প্রকল্প পরিচালক মফিজুর রহমান জানান, বন্যায় ক্ষতিগ্রস্ত লাইনের সংস্কারকাজ সম্পন্ন হয়েছে। আগামীতে বন্যা পরিস্থিতিতে রেলপথের সুরক্ষায় তেমুহনী এলাকায় নতুনভাবে আরও তিনটি কালভার্ট নির্মাণ করা হবে। এসব কাজ শুষ্ক মৌসুমে শুরু হবে। পূর্বনির্ধারিত সময় অনুযায়ী প্রকল্পের কাজ সেপ্টেম্বরে শেষ হবে। অক্টোবরের প্রথম সপ্তাহে পরীক্ষামূলকভাবে ট্রেন চলবে।