১ সেপ্টেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্র সমাবেশ করতে যাচ্ছে ছাত্রলীগ। ওই সমাবেশে সারাদেশ থেকে পাঁচ লাখের বেশি শিক্ষার্থী জড়ো করার ঘোষণা দিয়েছে সংগঠনটি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব স্মরণে আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি থাকবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন।
তিনি বলেন, অতীতে দেশে বহু সভা-সমাবেশ, জমায়েত অনুষ্ঠিত হলেও শুধু শিক্ষার্থীদের নিয়ে এত বড় সভা আগে আয়োজিত হয়নি। তাই ১ সেপ্টেম্বরের ছাত্র সমাবেশ হবে স্মরণকালের সর্ববৃহৎ, যেখানে সারাদেশ থেকে পাঁচ লক্ষাধিক শিক্ষার্থী বন্ধু ও তরুণ প্রজন্মের প্রতিনিধিরা উপস্থিত হবেন।
সরকারি কর্মদিবস, চলমান এইচএসসি পরীক্ষা ও জনদুর্ভোগ এড়াতে ১ সেপ্টেম্বর সম্মেলন নির্ধারণ করা হয়েছে জানিয়ে তিনি আরও বলেন, ছাত্র সমাবেশ থেকে একই সঙ্গে বিএনপির বিরুদ্ধে আলটিমেটাম, দেশবিরোধীদের বিরুদ্ধে চূড়ান্ত অনাস্থা এবং শেখ হাসিনাকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় উপহার দেওয়ার শপথ নেওয়া হবে।
অতীতে বিভিন্ন সমাবেশ কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়কে বাসস্ট্যান্ড হিসেবে ব্যবহার, হলের খাবার সংকট, ক্যাম্পাসের পরিবেশ বিনষ্ট হওয়া নিয়ে প্রশ্নের জবাবে সাদ্দাম বলেন, বিষয়টি আমাদের চিন্তায় রয়েছে। আমরা সুপরিকল্পিতভাবে করতে চাচ্ছি, যাতে করে কোনো সংকট না হয়। এ ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও ডিএমপির সহায়তা নিচ্ছি।
সংবাদ সম্মেলনে ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন, সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।