• শনিবার, ৩০ নভেম্বর ২০২৪, ১২:২৭ অপরাহ্ন

বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র উন্মোচন করল হিজবুল্লাহ

নিউজ ডেস্ক
আপডেটঃ : সোমবার, ২৮ আগস্ট, ২০২৩
ছবি: সংগৃহীত

যুদ্ধবিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ‘এসএএম ৬’ প্রদর্শন করেছে লেবাননের শিয়া ইসলামপন্থী সশস্ত্র রাজনৈতিক দল হিজবুল্লাহ। লেবাননের পূর্বাঞ্চলীয় শহর বালবেকে এক সামরিক প্রদর্শনীতে ক্ষেপণাস্ত্রটি উন্মোচন করা হয়। আজ সোমবার (২৮ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইরানের ইসলামিক রিপাবলিক নিউজ অ্যাজেন্সি।

আল-মানার টেলিভিশনের বরাতে প্রতিবেদনে আরও বলা হয়, উগ্র জঙ্গি গোষ্ঠী আইএসের হাত থেকে লেবাননের জুরুদ শারকিয়া অঞ্চল মুক্ত করার ষষ্ঠ বার্ষিকী উপলক্ষে গত শনিবার (২৬ আগস্ট) ওই সামরিক প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল। তবে ক্ষেপণাস্ত্রটির খুঁটিনাটি তাদের খবরে উল্লেখ করা হয়নি।

প্রায় ১০ হাজার বর্গকিলোমিটার এলাকা জুড়ে অনুষ্ঠিত এ প্রদর্শনীতে ১৯৮২, ২০০০ ও ২০০৬ সালের যুদ্ধে ইসরায়েলের কাছ থেকে জব্দ করা অস্ত্রসস্ত্র ও সাঁজোয়া যান প্রদর্শন করা হয়। ২০১৭ সালে তাকফিরি জঙ্গিদের বিরুদ্ধে যুদ্ধ থেকে জব্দ করার সমরাস্ত্রও এখানে প্রদর্শন করা হয়।

অনুষ্ঠানে হিজবুল্লাহর রাজনৈতিক কাউন্সিলের চেয়ারম্যান ইব্রাহিম আমিন আল-সাঈদ বলেন, এ প্রদশনীতে শত্রুকে পরাজিত করার ক্ষেত্রে হিজবুল্লাহর প্রতিরোধ শক্তি ও সক্ষমতা ফুটে উঠেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ