• সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৯:৪৬ অপরাহ্ন
শিরোনাম:

তোরা আমারে মারিস না, আমি চোর না’

নিউজ ডেস্ক
আপডেটঃ : সোমবার, ২৮ আগস্ট, ২০২৩
আ. ছালাম বেপারী

বরিশালে চোর সন্দেহে আ. ছালাম বেপারী (৬০) নামের এক ইজিবাইক চালককে পিটিয়ে হত্যা করা হয়েছে। নিহত উপজেলার চাখার ইউনিয়নের বলহার গ্রামের মৃত আ.কাদের বেপারীর ছেলে। রবিবার (২৭ আগস্ট) রাত ৩ টায় এ ঘটনা ঘটে।

জানা যায়, থানা পুলিশের ডিউটি শেষে আ. ছালাম রবিবার দিবাগত রাত ৩ টার দিকে বানারীপাড়া-বরিশাল সড়কের চৌয়ারীপাড়া এলাকায় আসলে স্থানীয় আলমগীর ও আ. রবসহ ১০ থেকে ১৫ জন ইজিবাইকের সামনে গাছ ফেলে গতিরোধ করার চেষ্টা করেন। ভয় পেয়ে ছালাম গাড়ি দ্রুত চালিয়ে যেতে চাইলে গাড়ির সামনের গ্লাসে আঘাত করেন তারা। এতে কাচ ভেঙে যায় এবং গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছের সঙ্গে ধাক্কা লেগে থেমে যায়। এ সময় ওই এলাকার আলমগীর, রব ও নাঈমসহ বেশ কয়েকজন মিলে তাকে কিল-ঘুষি ও মোটা গজারি লাঠি দিয়ে নির্দয়ভাবে এলোপাথারি পেটাতে থাকেন। খবর পেয়ে থানা পুলিশ তাকে উদ্ধার করে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ছালামকে মৃত ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, মারধরের সময় ছালাম হামলাকারীদের কাছে প্রাণ ভিক্ষা চেয়ে আকুতি জানিয়ে বলেন, ওরে তোরা আমারে মারিস না, আমি চোর না, আমি পুলিশ ডিউটি করে এসেছি। এ সময় তিনি সবার কাছে একটু পানি চেয়েও পাননি। তিনি সবার উদ্দেশ্যে বলতে থাকেন তোমরা থানায় খবর নাও তবুও আমাকে মেরো না, আমার বুকে ব্যথা। একথা বলতে বলতে এক পর্যায়ে তিনি ঢলে পড়েন।

এ ঘটনায় পুলিশ রব, এমরান ও আল-আমিন নামের ৩ জনকে আটক করেছে। এদের মধ্যে আল-আমিনের স্ত্রীর দাবি তার স্বামী নির্দোষ। তার দাবি, আল-আমিন আহত ইজিবাইক চালক আ. ছালামকে বাঁচানোর চেষ্টা করেছিলো।

নিহতের স্ত্রী জানান, ‘রাতে তার স্বামী পুলিশের ডিউটি করতে বাড়ি থেকে গাড়ি নিয়ে বের হয়। যাবার সময় বলে যায়, নাতির দিক খেয়াল রেখো। কেউ আসলে দরজা খুলবা না। কিন্তু স্বামী ফিরে আসল লাশ হয়ে।’

বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাসুদ আলম চৌধুরী বলেন, ‘মুমূর্ষু অবস্থায় ছালামকে পুলিশ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পরে তার মৃত্যু হয়। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং তিনজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ