• শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫, ০৫:৩৭ পূর্বাহ্ন

ড. ইউনূসকে হেনস্তা বন্ধ করুন, সরকারকে ফখরুল

নিউজ ডেস্ক
আপডেটঃ : মঙ্গলবার, ২৯ আগস্ট, ২০২৩

নোবেলজয়ী ড. মুহম্মদ ইউনূসের বিরুদ্ধে শ্রমিকদের পাওনা মুনাফার অর্থ না দেওয়ার অভিযোগ এনে শ্রম আদালতে ১৮ জন শ্রমিক নতুন যে মামলা দায়ের করেছেন এ ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এসব মামলার পেছনে সরকারের হাত আছে অভিযোগ করে ইউনূসকে হেনস্তা বন্ধ করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব।

মঙ্গলবার (২৯আগস্ট) সিঙ্গাপুরে অবস্থানরত মির্জা ফখরুল এক বিবৃতিতে বলেন, ‘ড. মুহম্মদ ইউনূস হলেন এই জাতির একজন সূর্যসন্তান। শত বছর পরেও এই জাতির মানুষ তাকে শ্রদ্ধাভরে স্মরণ করবে এবং লজ্জিত হবে এই ভেবে যে, এ রকম বরেণ্য একজন মানুষের সঙ্গে এই দেশের সরকার কী রকম নীচ আচরণ করেছিল।’

ফখরুল বলেন, ‘ড. ইউনূসের বিরুদ্ধে সব মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে। উনি এই দেশের একজন কীর্তিমান ব্যক্তি। ওনাকে যারা ছোট করতে চান, অপমান করতে চান, তারা আরেকবার জন্ম নিলেও ওনার সমান উচ্চতায় যেতে পারবেন না।

তিনি সরকারের উদ্দেশে বলেন, ‘এই অনিবার্য সত্যটা মেনে নিয়ে ওনাকে হেনস্তা করা বন্ধ করুন। এসব মামলাবাজি বন্ধ করুন।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ