• শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫, ০৫:৪৫ পূর্বাহ্ন

বিএনপিকে আর ছাড় দেওয়া হবে না: কামরুল

নিউজ ডেস্ক
আপডেটঃ : মঙ্গলবার, ২৯ আগস্ট, ২০২৩

বিএনপিকে আর কোনো ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ঢাকা-২ আসনের সংসদ সদস্য কামরুল ইসলাম৷

মঙ্গলবার (২৯ আগস্ট) রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে শোক দিবসের আলোচনা সভায় তিনি এই হুঁশিয়ারি দেন।

কামরুল ইসলাম বলেন, ‘বিএনপিকে অনেক ছাড় দেওয়া হয়েছে। কিন্তু নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চাইলে জনগণকে সঙ্গে নিয়ে তাদের প্রতিহত করা হবে। আর কোনো ছাড় দেওয়া হবে না।’

সাবেক এই মন্ত্রী বলেন, ‘বিএনপি বলছে, আগামী সেপ্টেম্বরে চূড়ান্ত আন্দোলন করবে। তাদের চূড়ান্ত আন্দোলন মানে জঙ্গিবাদের উত্থান এবং সহিংসতা।

কামরুল ইসলাম বলেন, ‘পঁচাত্তরের পর জিয়াউর রহমান যা যা করেছেন, একজন মুক্তিযোদ্ধা কোনোভাবেই এসব কাজ করতে পারেন না। আর এখন দেশ যখন উন্নয়নের শিখরে, তখন দেশকে পিছিয়ে নিতে ষড়যন্ত্র করছে বিএনপি।’

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, সংবিধানের বাইরে যাওয়ার সুযোগ নেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ