কানাডার অ্যালবার্টা প্রদেশের অ্যাডমন্টন শহরে ট্রাক চালিয়ে চার পথচারীকে চাপা দেয়া এবং এক পুলিশ সদস্যকে ছুরিকাঘাত করার ঘটনা ঘটেছে।
এ ঘটনাকে সন্ত্রাসবাদী হামলা আখ্যা দিয়েছে পুলিশ। এর সঙ্গে জড়িত থাকার অভিযোগে আবদুল্লাহি হাসান শরিফ (৩০) নামে সোমালীয় বংশোদ্ভূত এক শরণার্থীকে সন্দেহভাজন হিসেবে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার রাত সোয়া ৮টায় অ্যাডমন্টনের কমনওয়েলথ স্টেডিয়ামের বাইরে হামলার ঘটনা ঘটে।
পুলিশ জানায়, একটি ফুটবল ম্যাচ দেখতে আসা মানুষের ভিড়ের মধ্যে ট্রাক চালিয়ে দেয় এক ব্যক্তি।
এর পর ওই ট্রাকটি একটি পুলিশ ভ্যানে ধাক্কা দিলে গুরুতর জখম হন এক পুলিশ কর্মী। এর পর ট্রাকচালক আহত পুলিশ কর্মীকে ছুরিকাঘাত করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
পরে পুলিশ আবদুল্লাহি হাসান শরিফকে আটক করে। পুলিশের দাবি, শরিফই হামলায় ব্যবহৃত ট্রাকটি চালিয়েছে এবং এতে জঙ্গিগোষ্ঠী আইএসের একটি পতাকা পাওয়া গেছে।
অ্যাডমন্টন শহরের পুলিশ বিভাগের প্রধান রড নেশট বলেন, হামলার এ ঘটনাকে সন্ত্রাসবাদী হামলা হিসেবে বিবেচনা করা হচ্ছে।
আটক শরিফের সঙ্গে আর কেউ জড়িত ছিল কিনা, তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান নেশট।