• সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৮:৫২ অপরাহ্ন
শিরোনাম:

৯৯৯ নম্বরে ফোন, গভীর সমুদ্র থেকে ১৪ জেলে উদ্ধার

নিউজ ডেস্ক
আপডেটঃ : বুধবার, ৩০ আগস্ট, ২০২৩
ছবি: সংগৃহীত

জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন পেয়ে গভীর সমুদ্রে চারদিন ধরে ভেসে থাকা ১৪ জেলেকে উদ্ধার করে নিরাপদে উপকূলে পৌঁছে দিয়েছে কোস্টগার্ড।

বুধবার (৩০ আগস্ট) বঙ্গোপসাগরের কুতুবদিয়া উপকূল নিকটবর্তী এলাকা থেকে তাদেরকে উদ্ধার করা হয়।

জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এর গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, একজন মাঝি ফোন করে বলেন- আমাদের ট্রলার নষ্ট, আমরা চারদিন ধরে সাগরে ভাসছি। মোবাইল নেটওয়ার্ক না থাকায় কারও সঙ্গে যোগাযোগ করতে পারিনি। এখন একটু একটু নেট পাচ্ছি, তাই আপনাদের জানালাম। আমাদের দয়া করে উদ্ধারের ব্যবস্থা নিন। গত ১৯ আগস্ট আমরা ১৪ জন জেলে চট্টগ্রামের আনোয়ারার গহিরা উপকূল থেকে সাগরে মাছ ধরতে যাই। কয়েক দিন মাছ ধরার পর ২৫ আগস্ট আমাদের ট্রলার বিকল হয়ে যায়। চারদিন ধরে বিকল ট্রলার নিয়ে ভাসতে ভাসতে কক্সবাজারের কুতুবদিয়া উপকূলের কাছাকাছি রয়েছি।

পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার আরও জানান, সংবাদ পেয়ে ৯৯৯-এর কলটেকার রাজু আহমেদ তাৎক্ষণিক কোস্টগার্ড নিয়ন্ত্রণ কক্ষ এবং কুতুবদিয়া কোস্টগার্ডকে ঘটনাটি জানিয়ে দ্রুত উদ্ধারের ব্যবস্থা নেওয়ার জন্য জানায়। পরে কুতুবদিয়া কোস্টগার্ডের একটি উদ্ধারকারী দল বঙ্গোপসাগরের কুতুবদিয়া উপকূলের নিকটবর্তী এলাকা থেকে ১৪ জেলেকে উদ্ধার করে নিরাপদে উপকূলে পৌঁছে দেয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ