• শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫, ০৩:৫৩ পূর্বাহ্ন

মির্জা ফখরুলের নামে অপপ্রচারের অভিযোগে ৫০০ কোটি টাকার মানহানি মামলার আবেদন

নিউজ ডেস্ক
আপডেটঃ : বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০২৩
ফাইল ছবি

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নামে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অপপ্রচার চালানোর অভিযোগে ৫০০ কোটি টাকার মানহানি মামলার আবেদন করেছেন এক আইনজীবী।

ঠাকুরগাঁওয়ের অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম এস রমেশ কুমার ডাগারের আদালতে বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে ঠাকুরগাঁও আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন এ আবেদনটি করেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে কটাক্ষ করে ভুয়া চেকের ছবি দিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ায় মেহেদী হাসান রনি নামে একজনকে আসামি করে ৫০০ কোটি টাকার মানহানি মামলার আবেদনের বিষয়টি নিশ্চিত করেছেন বাদী জয়নাল আবেদীন।

তিনি বলেন, ‘যাচাইবাছাই না করে একজন সম্মানীয় ব্যক্তিকে কটাক্ষ করে সম্মানহানি করতেই ফেসবুকে ভুয়া চেকের ছবি দেওয়া হয়েছে। যা অত্যান্ত নিন্দনীয়। তাই মানহানি মামলায় আবেদন করে প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করেছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আশা করছি।’

যার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে সেই মেহেদী হাসান রনি রংপুর জেলার পীরগঞ্জ উপজেলা বাজিতপুর গ্রামের আব্দুল বক্করের ছেলে। তিনি রংপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি।

মামলার আবেদনের সময় বাদী অ্যাডভোকেট জয়নাল আবেদীনের সঙ্গে জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আব্দুল হালিমসহ জেলা বিএনপির শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

বাদীপক্ষের আইনজীবী আবদুল হালিম বলেন, ‘বিএনপি মহাসচিব এশিয়ার একজন বড় নেতা। তার নামে যে অপপ্রচার চালানো হয়েছে, সেটি সরকারের ষড়যন্ত্র ও নীল নকশা। সম্প্রতি ফেসবুকে ৫০ লাখ টাকার একটি চেকের ছবি ভাইরাল হয়। সেখানে বলা হয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে অনুদান নিয়ে মির্জা ফখরুল চিকিৎসা সহায়তা নিয়ে বিদেশ ভ্রমণে ড়েছেন। এরই পরিপ্রেক্ষিতে ঠাকুরগাঁওয়ে ৫০০ কোটি টাকার মানহানি মামলার আবেদন করা হয়েছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ