আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক বলেছেন, ‘বাংলাদেশ পৃথিবীতে উন্নয়নের এক রোল মডেলে পরিণত হয়েছে। সেই কারণে মোড়ল সাহেবরা উঠেপড়ে লেগেছে। কোনো ভয়ের কারণ নেই। আমাদের সাথে একজন শেখ হাসিনা রয়েছেন। সেই দুঃসাহিক নাবিক শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাবেই যাবে। কেউ কোনো ষড়যন্ত্র করে বাংলাদেশকে ব্যর্থ করতে পারবে না।’
বুধবার রাতে রাজধানীর অফিসার্স ক্লাব মিলনায়তনে বরিশাল বিভাগ অফিসার্স অ্যাসোসিয়েশন আয়োজিত জাতীয় শোক দিবসের স্মরণ সভায় তিনি এসব কথা বলেন। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টাপরিষদ সদস্য ও কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু।
নানক বলেন, একাত্তরে যারা পরাজিত হয়েছিল আমাদের যুদ্ধের কৌশলের সাথে। সেই পরাজিত শক্তি যারা আমার স্বাধীনতার বিরোধিতা করেছে তারা
চুপি চুপি সংঘবদ্ধ ছিল। কিন্তু সেদিনে আমাদের নেতৃত্ব বা আমরা সতর্ক হতে পারিনি। আর যদি সতর্ক হতে পারতাম এই ষড়যন্ত্র ব্যর্থ করে দেওয়ার কোনো বিষয়ই ছিল না এবং সম্ভব ছিল ব্যর্থ করে দেওয়ার।
তিনি বলেন, ‘১৫ আগস্ট হত্যাকাণ্ডের পর দীর্ঘ ২১ টি বছর এই জাতি কলঙ্ক মাথায় নিয়ে ঘুরেছে। এই খুনি জিয়াউর রহমান, আমি কোনো প্রতিহিংসায় বলছি না, জিয়াউর রহমান সেদিন উপপ্রধান হিসেবে বলেছিলেন তোমরা এগিয়ে যাও আমি তোমাদের সঙ্গে আছি। আর জিয়াউর রহমান যে পরিকল্পনার মূল কলকাঠি নেড়েছেন তার প্রমাণ হত্যাকারীদের আশ্রয় দিল কে? ওই হত্যাকারী ডালিম রশিদ শাহরিয়ার নূরদের আশ্রয় দিয়েছেন জিয়াউর রহমান। এই খুনিদের নিরাপদে দেশ থেকে পালিয়ে যাওয়ার সুযোগ করে দিয়েছেন তিনি। এই খুনিদের বাংলাদেশের বিভিন্ন দূতাবাসে চাকরি দিয়েছেন জিয়াউর রহমান।’
বরিশাল বিভাগ অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ও বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান লোকমান হোসেন মিয়ার সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক ড. মো. মতিউর রহমান। মূল প্রবন্ধ পাঠ করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. হারুন অর রশিদ। বক্তব্য দেন সংগঠনের প্রধান উপদেষ্টা সিরাজ উদ্দিন আহমেদ, মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন, ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মু. আ. হামিদ জমাদ্দার, দুর্নীতি দমন কমিশনের সচিব মু. মাহবুব হোসেন, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাজমা মোবারক, নির্বাচন কমিশনের সচিব জাহাঙ্গীর আলম প্রমুখ। আলোচনা সভা সঞ্চালনা করেন স্থানীয় সরকার বিভাগের যুগ্মসচিব মো. জসিম উদ্দিন।