চিত্রনায়ক আমিন খান এলাকায় চেয়ারম্যান পদে দাঁড়িয়েছেন। এ নিয়ে এলাকার কিছু লোকের সঙ্গে বিরোধ দেখা যায়। তৈরি হয় নানা ঘটনা। অবাক হলেন, নায়ক আমিন খান কিন্তু সত্যি সত্যি চেয়ারম্যান পদে নির্বাচনে দাড়াননি, একটি নাটকের গল্পে এভাবে তাকে দেখা যাবে।
‘বিরোধ’ নামে ধারাবাহিক নাটকের দৃশ্যে চেয়ারম্যান পদপ্রার্থীর চরিত্রে হাজির হচ্ছেন এই অভিনেতা। আমিন খান বলেন, প্রথমবারের মতো চেয়ারম্যানের চরিত্রে অভিনয় করছি। এর আগে এ ধরনের চরিত্রে অভিনয় করিনি। আর নির্বাচনকে কেন্দ্র করে বিরোধের সৃষ্টি হয়। এভাবেই নাটকের গল্প এগিয়ে যায়। আশা করছি, কাজটি ভালো হবে।
সাজিন আহমেদ বাবুর রচনায় এ নাটকের শুটিং আজ থেকে পুবাইলে শুরু হয়েছে। এটি বেসরকারি টেলিভিশন আরটিভিতে প্রচারিত হবে বলে নির্মাতা সূত্রে জানা যায়।
আজাদ কালাম পরিচালিত ‘বিরোধ’ নাটকে আমিন খানের বিপরীতে অভিনয় করছেন মৌসুমী হামিদ। এছাড়া মনিরা মিঠুসহ অনেকে অভিনয় করছেন।