• শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫, ০২:১০ পূর্বাহ্ন

বিদেশি নয়, ক্ষমতার ট্রাম্প কার্ড জাপার হাতে: বাবলা

নিউজ ডেস্ক
আপডেটঃ : শনিবার, ২ সেপ্টেম্বর, ২০২৩

বিদেশিদের হাতে হয়, বরাবরের মতো এবারও রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার ট্রাম্প কার্ড জাতীয় পার্টির হাতে বলে জানিয়েছেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা।

শুক্রবার (০১ সেপ্টেম্বর) বিকেলে নিজ নির্বাচনী এলাকার কদমতলী থানার জুরাইন বিড়ি ফ্যাক্টরি সড়কে ৫২ ও ৫৩ নম্বর ওয়ার্ড জাতীয় পার্টি আয়োজিত এক কর্মীসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সৈয়দ আবু হোসেন বাবলা বলেন, অনেকেই ক্ষমতায় যাওয়ার জন্য বিদেশিদের কাছে ধর্না দেয়। কিন্তু ক্ষমতায় নেওয়ার মালিক এই দেশের জনগণ, যারা লাঙ্গলে ভোট বিপ্লব ঘটানোর অপেক্ষায় রয়েছে। তাই বিদেশিদের হাতে হয়, বরাবরের মতো এবারও ক্ষমতায় যাওয়ার ট্রাম্প কার্ড জাতীয় পার্টির হাতে।

তিনি বলেন, আমাদের পার্টির চেয়ারম্যান সময়ের সাহসী সন্তান জি.এম কাদেরের নেতৃত্বে জাতীয় পার্টি আগামী নির্বাচনে অংশ নেবে। আর জনগণের ভোটে জাতীয় পার্টি রাষ্ট্র ক্ষমতায় গিয়ে দেশের সাধারণ মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটাবে।

তিনি আরও বলেন, জাতীয় পার্টি অবশ্যই অবাধ-সুষ্ঠু-নিরপেক্ষ ও সহিংসতা মুক্ত জাতীয় নির্বাচন চায়। এই জন্য যেকোনো বন্ধুপ্রতিম রাষ্ট্রের সু-পরামর্শ আমাদের সহায়ক হতে পারে। তবে আমরা দেখছি, জাতীয় নির্বাচন নিয়ে দেশি-বিদেশি নানা খেলাধুলা চলছে। বহু পরাশক্তিধর রাষ্ট্র নির্বাচন নিয়ে নানা প্রেসক্রিপশন দিচ্ছে। স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে আমাদের যদি কারও প্রেসক্রিপশনে চলতে হয়, তা হবে জাতির জন্য লজ্জাজনক।

বাবলা বলেন, বলতে দ্বিধা নেই, প্রধানমন্ত্রীর শেখ হাসিনার নেতৃত্বে আমার নির্বাচনী এলাকাসহ সারাদেশে ব্যাপক উন্নয়ন হয়েছে। তবে দ্রব্যমূল্যের সীমাহীন ঊর্ধ্বগতির কারণে সাধারণ মানুষের মাঝে ক্ষোভ বিরাজ করছে। মানুষ অবশ্যই উন্নয়ন চায়, তবে তার আগে পেটে ভাত চায়।

৫৩ নম্বর জাপার সভাপতি এস.এম মনিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী সমাবেশে আরও বক্তব্য দেন জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম সাংগঠনিক সম্পাদক সুজন দে, কদমতলী থানা জাপার সাধারণ সম্পাদক শেখ মাসুক রহমান, কদমতলী থানার জাতীয় পার্টির সহ-সভাপতি জুয়েল ওসমান, যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর আহমেদ সুমন, সাংগঠনিক সম্পাদক বাবুল হোসেন মিন্টু, ৫২ নম্বর ওয়ার্ড জাপার সভাপতি হাসান আলী, ৫৩ নম্বর ওয়ার্ড জাপার সাধারণ সম্পাদক শাহ আলম, কদমতলী থানা যুব সংহতির সভাপতি সজিব আহমেদ, কদমতলী থানা ছাত্র সমাজের সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন যুবরাজ, কদমতলী থানা মহিলা পার্টি সদস্য সচিব শাম্মি আক্তার ও যুগ্ম আহ্বায়ক পারুল আক্তার প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ