• সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৪:৫১ অপরাহ্ন

চুয়াডাঙ্গায় পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

নিউজ ডেস্ক
আপডেটঃ : রবিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৩

চুয়াডাঙ্গা সদর উপজেলার ডিঙ্গেদহ বাজারে পিকআপ ভ্যানের ধাক্কায় আশরাফুল ইসলাম (৩৫) এক মোটরসাইকেল আরোহী নিহত এবং রাসেল (২৩) নামে আরেকজন আহত হয়েছেন।

শনিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে এই দুর্ঘটনা ঘটে।

নিহত আশরাফুল সদর উপজেলার বুড়াপাড়া গ্রামের গোলাম রসুল মণ্ডলের ছেলে এবং আহত রাসেল ঝিনাইদহ সদর উপজেলার এনায়েতপুর গ্রামের করিম উদ্দিনের ছেলে।
পুলিশ জানায়, আশরাফুল ও রাসেল একটি মোটরসাইকেলযোগে সরোজগঞ্জ এলাকা থেকে চুয়াডাঙ্গা অভিমুখে আসছিলেন। ডিঙ্গেদহ বাজারের মসজিদের সামনে পৌঁছালে চুয়াডাঙ্গা থেকে ঝিনাইদহ একটি পিকআপ ভ্যানের সঙ্গে ধাক্কা লাগে। এতে দুজনই রাস্তার ওপর ছিটকে পড়ে গুরুতর আহত হন।

মুমুর্ষ অবস্থায় তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়ার পথে আশরাফুল মারা যান। রাসেলকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাব্বুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনাকবলিত পিকআপভ্যানকে জব্দ করা হয়েছে। তবে, ট্রাক চালক ও চালকের সহকারী পালিয়ে গেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ