আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের অন্যতম প্রধান শরিক জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এমপি বলেছেন, বাংলাদেশের প্রায় ১৫ বছরের উন্নয়ন ও অগ্রগতির একমাত্র গ্যারান্টার হচ্ছে সাংবিধানিক ধারা রক্ষা করা। সুতরাং এই ধারা রক্ষা করতে সরকার ও প্রশাসন যা যা করা দরকার, তাই করবে। এ ব্যাপারে কোনো ছাড় দেওয়া হবে না।
তিনি আরও বলেন, সাংবিধানিক ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচন অপরিহার্য। এই নির্বাচনে কে এলো, কে এলো না-তার ওপর ভিত্তি করে সাংবিধানিক ধারার মাপকাঠি নির্ণয় করা হবে না। এমনকি তার ওপর ভিত্তি করে গণতন্ত্রের মাপকাঠিও বিবেচনা করা হবে না। বরং যারা নির্বাচন বানচাল করতে চায়, তাদেরকে নির্বাচন বানচাল করার প্রচেষ্টার মাপকাঠিতে বিবেচনা করা উচিত বলে আমি মনে করি।