• সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৬:২৮ অপরাহ্ন

বঙ্গবন্ধু রেলসেতুর নির্মাণসামগ্রী নিয়ে মোংলা বন্দরে বিদেশি জাহাজ

নিউজ ডেস্ক
আপডেটঃ : রবিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৩
মোংলা বন্দরে ভিড়েছে বিদেশি জাহাজ ‘এমভি কেএমসি মীরাকেল’

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রেলওয়ে সেতুর নির্মাণ সামগ্রী নিয়ে মোংলা বন্দরে ভিড়েছে বিদেশি জাহাজ ‘এমভি কেএমসি মীরাকেল’। আজ রোববার দুপুর ১টা ১৫ মিনিটে বন্দরের ৫ নম্বর জেটিতে নোঙর করে জাহাজটি।

সিরাজগঞ্জে নির্মাণাধীন দেশের অন্যতম মেগাপ্রকল্প বঙ্গবন্ধু রেলসেতু নির্মাণ সামগ্রী বিদেশ থেকে আমদানি করে ধারাবাহিকভাবে মোংলা বন্দর দিয়ে খালাস করা হচ্ছে।

জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট হক অ্যান্ড সন্স লিমিটেডের খুলনার অপারেশন ম্যানেজার (শিপিং বিভাগ) শওকত আলী জানান, কোরিয়ান পতাকাবাহী এ জাহাজটি গত ২১ আগস্ট ভিয়েতনামের হাইপোং বন্দর থেকে মোংলা বন্দরের উদ্দেশে ছেড়ে আসে। জাহাজটিতে ১৮০ প্যাকেজের প্রায় ১ হাজার ৫৫৮ মেট্রিক টন সেতুর মূল অবকাঠামোর মালামাল রয়েছে। জাহাজ থেকে মালামাল খালাস শেষে নৌপথে সিরাজগঞ্জে বঙ্গবন্ধু রেলওয়ে সেতুর জেটিতে নেওয়া হবে।

মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল মীর এরশাদ আলী বলেন, দেশে বড় বড় মেগা প্রকল্পের আমদানিকৃত মেট্রোরেল, পদ্মাসেতু, রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের পণ্য, রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র ও বঙ্গবন্ধু রেলওয়ে সেতুর পণ্যসহ বেশিরভাগ বিদেশি মালামাল মোংলা বন্দর দিয়ে খালাস হওয়ায় এ বন্দরের সক্ষমতা আগের তুলনায় অনেকগুণ বেড়েছে এটা প্রমাণিত। যা দক্ষ লোকবলের মাধ্যমে বিভিন্ন মেশিনারিজ জাহাজ থেকে পণ্য খালাস ও বোঝাই করা হচ্ছে। নৌপথে বা সড়ক পথে গন্তব্য স্থানে পৌঁছাতে সময় ও অর্থ দুটোই সাশ্রয় হচ্ছে মোংলা বন্দরের আমদানি-রপ্তানিকারক ও সংশ্লিষ্ট ব্যবসায়ীদের।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০২০ সালের ২৯ নভেম্বর বঙ্গবন্ধু রেলওয়ে সেতুর নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। বঙ্গবন্ধু সেতুর ৩০০ মিটার উজানে ৪ দশমিক ৮ কিলোমিটার দৈর্ঘ্যের সেতুটির ব্যয় ধরা হয় ১৬ হাজার ৭৮০ কোটি টাকা। জাপান ও বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়নে প্রকল্পটির বাস্তবায়ন করছে জাইকা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ