• রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০২:৪৬ অপরাহ্ন

আলাউদ্দিন খিলজিও সামনে এল

আপডেটঃ : মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০১৭

অবশেষে মুক্তি পেল পদ্মাবতীতে আলাউদ্দিন খিলজির ভূমিকায় রণবীর সিংয়ের লুক। দুটি পোস্টারেই রণবীরকে দেখা যাচ্ছে হিংস্র রক্তপিপাসু যোদ্ধা হিসেবে।
সুরমা টানা চোখ, লম্বা চুল আর চোখের নিচে দীর্ঘ ক্ষতচিহ্ন- রণবীরকে সত্যিই ইতিহাসের পাতার আলাউদ্দিনের মতো লাগছে।
এর আগে মুক্তি পেয়েছে রানি পদ্মবতীরুপী দীপিকা পাড়ুকোন ও রানা রতন সিংহের চরিত্রে শাহিদ কাপুরের পোস্টার। তবে পদ্মাবতী ঘিরে বিবাদ এখনো চলছে। দীপিকা পাডুকোনের রানির লুকের পোস্টার মুক্তির পর তা পুড়িয়ে বিক্ষোভ দেখিয়েছে রাজস্থানের সংগঠন রাজপুত কার্নি সেনা। ছবিতে ইতিহাস বিকৃতি করা হলে তা মুক্তি পেতে দেবে না বলে তারা হুমকি দিয়েছে। পদ্মাবতী মুক্তি পাচ্ছে ১ ডিসেম্বর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ