• বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৭:০২ অপরাহ্ন

১৪ বছর আগে ফ্রিল্যান্সিং কী দেশের মানুষ জানতো না

নিউজ ডেস্ক
আপডেটঃ : বুধবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৩

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, ১৪ বছর আগে ফ্রিল্যান্সিং কী তা এদেশের মানুষ জানতো না। এখন লাখ লাখ তরুণ-তরুণী ঘরে বসে ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে রেমিট্যান্স আয় করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ ঘোষণার আগে দেশে ৫৬ লাখ মানুষ ইন্টারনেট ব্যবহার করতো। বর্তমানে ১৩ কোটি মানুষ এর ব্যবহার করছে।

বুধবার সকালে ৮ কোটি টাকা ব্যয়ে হবিগঞ্জে শেখ কামাল আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টারের ভিত্তি প্রস্তর স্থাপন উপলক্ষে আয়োজিত এক আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, স্মার্ট বাংলাদেশের ৪টি স্তম্ভ। স্মার্ট সিটিজেন, স্মার্ট ইকোনমি,স্মার্ট গভর্নমেন্ট ও স্মার্ট সোসাইটি। এর মাধ্যমে প্রযুক্তি জ্ঞান সম্পন্ন নাগরিক, ক্যাশ লেনদেন, পেপার লেস ও ফেস লেস সরকারি সেবা ও শোষণমুক্ত, বৈষম্যহীন সমাজ গড়ে তোলা হবে। তিনি আরও বলেন হবিগঞ্জে এ সেন্টারে প্রতি বছর এক হাজার তরুণ তরুণী আইটি প্রশিক্ষণ নিতে পারবে। আগামী ২০২৫ সালে এর নির্মাণ কাজ শেষ হবে।

স্থানীয় শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব মো. সামছুল আরেফিন এতে সভাপতিত্ব করেন। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এডভোকেট মাহবুব আলী, হবিগঞ্জ -৩ আসনের সাংসদ এডভোকেট আবু জাহির বিশেষ অতিথি ছিলেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ