আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য শাজাহান খান বলেছেন, ‘বিদেশিদের কাছে মিথ্যাচার করে বিএনপি আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে যে আন্দোলন করেছে এখন এসব ফ্রিজে ঢুকে গেছে।’
শুক্রবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে প্রায় ৩০ লাখ টাকা ব্যয়ে মুন্সীগঞ্জের টংগীবাড়ি উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত নবনির্মিত স্মৃতিস্তম্ভ উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।
শাজাহান খান বলেন, ‘নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতেই নানা প্রপাগান্ডা ছড়িয়েছে বিএনপি। এখন বিদেশিরাও চাচ্ছে না এ দেশে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হোক। ইউরোপ আমেরিকাসহ যেসব দেশের প্রতিনিধিরা এখানে সফরে আসছেন পর্যবেক্ষণ শেষে তারা কেউ সরকারকে বলেনি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। তবে বিদেশিরা বলছেন সংবিধান অনুযায়ী অংশগ্রহণমূলক নিরপেক্ষ নির্বাচন দিতে হবে যেটা হতে হবে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ। এবার বিদেশিরা নিরপেক্ষ নির্বাচনকেই গুরুত্ব দিচ্ছেন। মাননীয় প্রধানমন্ত্রীও তাদের সেভাবেই হবে বলেছেন।’
তিনি বলেন, ‘বিএনপির একটি অংশ চায় নির্বাচনে আসতে। তবে আরেকটি অংশ তাদেরকে নির্বাচনে আসতে দিতে চাচ্ছে না।’
আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘আওয়ামী লীগ অংশগ্রহণমূলক নির্বাচন করতে সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে এবার। বিএনপির উচিত নির্বাচনে অংশগ্রহণ করা। সেটা না হলে দলটি বিলুপ্তির খাতায় নাম লেখাবে। কারণ জাতীয় পার্টি ও ১৪ দলসহ বিরোধীদলীয় প্রায় সব দলই নির্বাচনে অংশগ্রহণ করার কথা জানিয়েছে। অতীতে বিএনপি নির্বাচন না করার যে সিদ্ধান্ত নিয়েছে এবার সেটি হবে না মনে হচ্ছে। আওয়ামী লীগ চায় এবার সব দলের অংশগ্রহণমূলক একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন হোক।’
তিনি বলেন, ‘নির্বাচনের আগে বিএনপিসহ তাদের সমর্থিত দলগুলোর নেতাকর্মীরা যেন কোনও ধরনের নাশকতা সৃষ্টি করতে না পারে সে বিষয়ে জনগণকে ঐক্যবদ্ধ করার পাশাপাশি আওয়ামী লীগও প্রস্তুতি নিয়েছে। কারণ অতীতে বিএনপি যে অগ্নিসন্ত্রাসের নাশকতা করেছে তার ক্ষত এ দেশের মানুষ এখনও বয়ে বেড়াচ্ছে। তাই এসব কেউ ভুলে যায়নি।’
পরে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সভাকক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য সাগুফতা ইয়াসমিন এমিলি, পুলিশ সুপার আসলাম খাঁন, টংগীবাড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেদুজ্জামানসহ বীর মুক্তিযোদ্ধা ও প্রবীণ আওয়ামী লীগ নেতাকর্মীরা।