জামালপুরের মেলান্দহে বাড়ির চারপাশে বাঁশের বেড়া দিয়ে এক কৃষকের পরিবারকে অবরুদ্ধ করে রাখা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
গত সোমবার (১১ সেপ্টেম্বর) সকালে উপজেলার ঝাউগড়া ইউনিয়নের মধ্যে ঝাউগড়া (ধুলাউড়ি মুড়ে) এ ঘটনা ঘটে। এরপর থেকে ছয় দিন যাবত ভুক্তভোগী পরিবারটি অবরুদ্ধ হয়ে আছে।
এ ঘটনায় মেলান্দহ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন মধ্য ঝাউগড়া এলাকার ভুক্তভোগী সুলতান মিয়া।
উক্ত মামলায় অভিযুক্তরা হলেন মধ্য ঝাউগড়া এলাকার মোস্তফা (৬০), মোস্তাফার ছেলে রাসেল (৪০), রুবেল (৩৫), লিয়াকত (৫৫), লিয়াকতের ছেলে আনিছ (৩০) ও নাছিমা বেগম (৪৫)।
ভুক্তভোগী সুলতান জানান, ক্রয়সূত্রে পৈত্রিক সম্পত্তি দীর্ঘদিন যাবত ভোগদখল করছি। অভিযুক্তরা এ জমি দখলের পায়তারা করে আসছে। আমি বাড়িতে ছিলাম না। এই সুযোগে গত সোমবার সকালে তারা আমার জমি জোরপূর্বক দখল করার জন্য বাঁশের বেড়া দেয়।
এ ব্যাপারে ঝাউগড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আঞ্জুমনোয়ারা চৌধুরী হেনা গণমাধ্যমকর্মীদের বলেন, ‘আমি ঢাকায় আছি। রোববার জামালপুর আসব। তারপর প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’
মেলান্দহ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: সেলিম মিঞার সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, স্থানীয় ইউপি চেয়ারম্যানের সাথে কথা বলে দ্রুত সময়ের মধ্যে একটা ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ ব্যাপারে অভিযুক্তদের বাড়িতে গেলে তাদের পাওয়া যায়নি।