২০২১ সালে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি টি-১০ লিগে দুর্নীতির চেষ্টা করা হয়েছিল। এ জন্য বাংলাদেশ ক্রিকেটার নাসির হোসেনসহ ৮ জনের বিরুদ্ধে অভিযোগ এনেছে আইসিসি।
মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ক্রিকেটের নিয়ন্তা সংস্থাটি জানায়, আমিরাত ক্রিকেট বোর্ডের (ইসিবি) পক্ষ থেকে এ অভিযোগ গঠন করেছে তারা। নাসিরের বিরুদ্ধে দুর্নীতিবিরোধী আইনের তিনটি ধারা ভঙ্গের অভিযোগ আনা হয়েছে।
৭৫০ ডলারের বেশি দামের একটি উপহারের রশিদ দেখাতে পারেননি নাসির। আইসিসির কোড অব কন্ডাক্ট অনুযায়ী একটি আমন্ত্রণের পূর্ণাঙ্গ তথ্য দিতেও ব্যর্থ হয়েছেন এই অলরাউন্ডার। এ বিষয়ে আইসিসির করা তদন্তে সহায়তা না করারও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
নাসির ছাড়াও অভিযুক্তদের থালকায় রয়েছেন দুটি ফ্র্যাঞ্চাইজির অংশীদার পরাগ সাংভি ও ক্রিশান কুমার চৌধুরী, ব্যাটিং কোচ আজহার জাইদি, ঘরোয়া ক্রিকেটার রিজওয়ান জাভেদ, সিলিয়া সামান ও সহকারী কোচ শাদাব আহমেদ।
সংযুক্ত আরব আমিরাতের লিগটিতে ২০২১ সালে পুনে ডেভিলসের হয়ে খেলেছিলেন নাসির, দিয়েছিলেন দলটির নেতৃত্বও। গ্রুপ পর্বে ৬ ম্যাচে ২ জয়ে ৮ দলের মধ্যে তলানীতে ছিল দলটির অবস্থান। ভালো করতে পারেননি নাসির নিজেও।
বাংলাদেশের হয়ে ১৯টি টেস্ট, ৬৫টি ওয়ানডে ও ৩১টি টি-টোয়েন্টি খেলা নাসিরকে সবশেষ জাতীয় দলের হয়ে খেলেছেন ২০১৮ সালে।