• শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ১০:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম:
বিএসএফ আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে কাঁটাতারের বেড়া দিলো সীমান্তে সর্বাধুনিক প্রযুক্তিতে প্রতিদিন ২৫ লাখ ডিম উৎপাদনের লক্ষ্য প্রাণের স্বাস্থ্যের অবস্থা স্থিতিশীল ও মানসিক স্বাস্থ্যের উন্নতি হয়েছে খালেদা জিয়ার। পরিস্থিতি নিয়ন্ত্রণের আনতে বন্ধ রাখা হয় ইত্যাদির শুটিং বঙ্গোপসাগরে দুইদিনে ধরাপরলো ১৯৫ মণ ইলিশ‌‌ যারা মাইনাস-টুর কথা বলে এটা তাদের মনগড়া: খসরু গণঅভ্যুত্থানে নিহত ছয়জনের মরদেহ পড়ে আছে ঢামেকের মর্গে গা‌ড়ির সি‌লিন্ডা‌র বি‌ষ্ফোর‌ণের আগু‌নে চারজ‌নের মৃত‌্যু নাসরিন আক্তার পরিচয় দেওয়ায় নিপুণ আটকে দিয়েছে ইমিগ্রেশন পুলিশ তামিম প্রতিপক্ষ খেলোয়াড়ের দিকে তেড়ে যাওয়ায় শাস্তি পাচ্ছেন

নচিকেতার সুরে গাইলেন সামিনা চৌধুরী

নিউজ ডেস্ক
আপডেটঃ : বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০২৩

চার দশক ধরে রেডিও, টেলিভিশন, সিনেমা হয়ে স্বাধীন ধারার অসংখ্য গান গেয়ে শ্রোতা-সমালোচকদের মুগ্ধ করেছেন কণ্ঠশিল্পী সামিনা চৌধুরী। এখনও ধরে রেখেছেন সেই ধারাবাহিকতা। একজীবনে অসংখ্য গান গাইলেও নিজের একান্ত ভালো লাগা গানের সংখ্যা খুব বেশি নয়।

শিল্পীর ভাষায়, ‘গান তো অনেক গাই। কিন্তু মনের মতো কথা-সুর এবং সেটির প্রেজেন্টেশন সহসা মেলে না। এ ক্ষেত্রে আমি ব্যতিক্রম পেয়েছি গীতিকবি জুলফিকার রাসেলকে। সে মানুষের মনের কথাগুলো এমন সুন্দর করে গানের ছন্দে লিখে ফেলে, যা গাইতে গেলে মনটা ভালো হয়ে যায়।’

জুলফিকার রাসেলের কথায় সামিনা চৌধুরীর কণ্ঠে তেমনই এক ভালো লাগার গান ‘আমি ভালো নেই’। নচিকেতার সুর আর পঞ্চমের সংগীতায়োজনে এটি জুটি মিউজিকের ব্যানারে মুক্তি পেয়েছে ২০ সেপ্টেম্বর। প্রকাশিত ভিডিওতে দেখা গেছে গিটার হাতে সামিনা চৌধুরীকে। এটি নির্মাণ করেছেন আবিদ হাসান।

গানটি প্রসঙ্গে সামিনা চৌধুরী বলেন, ‘আগেই বলেছি জুলফিকার রাসেল মানুষের মনের কথাগুলো গানের ভাষায় তুলে আনতে পারে নিখুঁতভাবে। তেমনি এই গানটি যখন রেকর্ডিং করছিলাম, মনে হলো গাইছি না। বার বার মনে হতো, আমি বুঝি কথা বলছি। মনের কথাগুলো প্রিয় কাউকে মুখোমুখি বসে বলছি। অদ্ভুত সুন্দর কথার একটা গান। সঙ্গে নচিকেতার মিষ্টি সুর আর পঞ্চমের সংগীতায়োজন। দারুণ একটা গান হয়েছে। আমার খুবই পছন্দের একটি গান।’

গানটি সুর করা প্রসঙ্গে নচিকেতা চক্রবর্তী বলেন, ‌‌‘সামিনা চৌধুরী গুণী একজন শিল্পী। ওনার জন্য এটা আমার দ্বিতীয় সুর। চমৎকার গেয়েছেন। আর রাসেলের কথায় তো অসংখ্য গান করছি আমি। ওর গীতিকবিতা সম্পর্কে নতুন করে বলার দরকার নেই। আশা করছি আমাদের নতুন গানটি শ্রোতাদের ভালো লাগবে।’

এদিকে গীতিকবি জুলফিকার রাসেল বলেন, ‘সুমা (সামিনা চৌধুরী) আপা আমার পছন্দের একজন শিল্পী। তার সঙ্গে অনেক গান করেছি। সামনেও করার ইচ্ছে আছে। নচিদাও আমার অসম্ভব পছন্দের একজন শিল্পী। দুজনকে এক করে এটা আমাদের দ্বিতীয় গান। প্রথমটির মতো এই গানটিও অনেক মনোযোগ দিয়ে নচিদা সুর করেছেন আর সোমা আপা গাইলেন, এটাই বড় আনন্দ। এবার শ্রোতারা বলবেন কেমন হলো গানটি।’

প্রসঙ্গত, এর আগে গত বছর পহেলা বৈশাখে জুলফিকার রাসেল, নচিকেতা চক্রবর্তী, সামিনা চৌধুরী ও রিদওয়ান নবী পঞ্চম জুটির প্রথম গান প্রকাশ হয় জুটি মিউজিকের ব্যানারে। ‘একটুখানি কষ্ট দিতেও’ শিরোনামের গানটি বেশ প্রশংসিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ