• শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ০৯:০৬ পূর্বাহ্ন

আমরা চাই সসম্মানে অবসর নিন প্রধান বিচারপতি: নাসিম

আপডেটঃ : বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০১৭

১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেছেন, আমাদের বিশ্বাস- প্রধান বিচারপতি তার দায়িত্ব পালন শেষে সসম্মানে অবসর নেবেন।

রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে বৃহস্পতিবার দুপুরে ১৪ দলের বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী এ কথা বলেন।

তিনি বলেন, প্রধান বিচারপতি পদটি একটি সম্মানজনক পদ। সুরেন্দ্র কুমার (এস কে) সিনহা প্রধান বিচারপতির পদটিকে বিতর্কিত করেছেন।

সর্বশেষ ষোড়শ সংশোধনী নিয়ে তিনি যে বিতর্ক তৈরি করেছেন, তাতে সারা দেশের মানুষ ক্ষোভ প্রকাশ করেছে।
মোহাম্মদ নাসিম আরও বলেন, তার এ আচরণের জন্য অসুস্থতাজনিত ছুটি নিয়েও প্রশ্ন ওঠে। তার পরও আমাদের বিশ্বাস, দায়িত্ব পালন শেষে তিনি সসম্মানে অবসর নেবেন।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সাম্যবাদী দলের (এম-এল) নেতা দিলীপ বড়ুয়া, গণতন্ত্রী পার্টির নেতা ডা. শাহাদাত হোসেন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক মৃণালকান্তি দাশ ও উপদপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, জাসদের একাংশের নেতা শিরীন আখতার, আরেক অংশের নেতা নাজমুল হক প্রধান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ