মাগুরা শহরে সড়ক দুর্ঘটনায় সুমন কুমার সেন (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছে আরো তিনজন।
বুধবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে জেলা শহরের মাগুরা-ঝিনাইদহ সড়কের ছোটব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সুমন কুমার সেন (৪০) জেলা শহরের হাজরাপুর ইউনিয়নের বাসিন্দা।
আহতদের উদ্ধার করে মাগুরা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
সদর থানার পরিদর্শক সেকেন্দার আলী বলেন, মাগুরা শহর থেকে দোকানী সুমন কুমার মোটরসাইকেল চালিয়ে নিজ বাড়ি হাজরাপুর যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হলে এ দুর্ঘটনা ঘটে।
তিনি বলেন, মুমূর্ষু অবস্থায় চারজনকে মাগুরা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সুমনকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে মাগুরা থানায় মামলা হয়েছে বলেও জানান পরিদর্শক।