• সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ০৫:৩৮ অপরাহ্ন
শিরোনাম:
চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে বৈঠক মির্জা ফখরুলের একসঙ্গে কাজ করবে জামায়াত-বিএনপি নেই বিরোধ: তাহের ওপার বাংলার জনপ্রিয় শিল্পীর ঝুলন্ত দেহ উদ্ধার অব্যাহতি পাওয়া শিক্ষানবিশ এসআইরা অবস্থান নিলো সচিবালয়ের সামনে কিছু পণ্যের ভ্যাট বাড়ানো হয়েছে, এতে কোনো অসুবিধা হবে না: খাদ্য উপদেষ্টা তাহসান-রোজা মধুচন্দ্রিমায়, আছেন মালদ্বীপে লেখাপড়ার পাশাপাশি সাংস্কৃতিক চর্চা ও খেলাধুলায় পারে মাদকমুক্ত সমাজ গড়তে: তানভীর বিএসএফ কাঁটাতারের বেড়া দিচ্ছে কুমিল্লা সীমান্তে, সতর্ক বিজিবি ভোটার নিবন্ধন প্রক্রিয়ার চ্যালেঞ্জ একটাই : নির্বাচন কমিশনার কিশোরগঞ্জের তাড়াইলে বিএনপির কাউন্সিলকে কেন্দ্র করে নিহত ১, আহত ৩

সুদের টাকা না দেওয়ায় কৃষককে মারধর করে শিকলবন্দি, গ্রেফতার ১

নিউজ ডেস্ক
আপডেটঃ : রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩

নাটোরের গুরুদাসপুরে সুদের টাকা পরিশোধ করতে না পারায় মো. আসাদ আলী (৫৫) নামের এক কৃষককে মারধর ও শিকলবন্দি করে রাখার ঘটনায় অভিযুক্ত মূলহোতা আব্দুল আজিজ হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় ভুক্তভোগীর স্ত্রী মোছা. শাহানারা খাতুন (৪১) গুরুদাসপুর থানায় একটি মামলা দায়ের করেন।

রোববার (২৪ সেপ্টেম্বর) ভোরে গুরুদাসপুর উপজেলার মশিন্দা ইউনিয়নের বাহাদুরপাড়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

আজ বেলা ১১টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতার অভিযুক্ত আব্দুল আজিজ হোসেন (৪১) গুরুদাসপুর উপজেলার মশিন্দা ইউনিয়নের বাহাদুরপাড়া গ্রামের মো. আব্দুল প্রামানিকের ছেলে।

পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম জানান, গুরুদাসপুর উপজেলার মশিন্দা ইউনিয়নের বাহাদুরপাড়া গ্রামের কৃষক মো. আসাদ আলী সুদের টাকা দিতে না পারায় তাকে জোরপূর্বক মারধর করে শিকলবন্দি রাখা হয়। এই ঘটনায় তাৎক্ষণিকভাবে ঘটনার সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গুরুদাসপুর থানা পুলিশকে নির্দেশ প্রদান করেন। পরে অভিযুক্ত আব্দুল আজিজকে গ্রেফতারে গুরুদাসপুর থানার একটি চৌকস দল বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে। এবং তথ্য প্রযুক্তির সহায়তায় তার নিজ বাড়ি থেকে শুক্রবার ভোর ৪টার দিকে তাকে গ্রেফতার করা হয়। পরে সকালে ভুক্তভোগীর স্ত্রী মোছা. শাহানারা খাতুন থানায় একটি মামলা দায়ের করেন।

উল্লেখ্য, তিন বছর আগে আব্দুল আজিজের কাছ থেকে ৮০ হাজার টাকা সুদে নিয়েছিলেন মো. আসাদ আলী। গত দুই বছরে ২০ হাজার টাকা সুদ এবং আসল ৩০ হাজার টাকা পরিশোধ করেন। বাকি ৫০ হাজার টাকা এ বছর দেওয়ার কথা থাকলেও হঠাৎ একটি দুর্ঘটনায় তিনি ক্ষতিগ্রস্থ হয়ে পড়েন। একমাত্র তার উপার্জনে তার সংসার চলে। অভাবগ্রস্ত্র হয়ে যাওয়ায় আব্দুল আজিজের পাওনা বাঁকি টাকাগুলো দিতে বিলম্ব হয়। পরে শনিবার সকালে আব্দুল আজিজ ও তার বাবা আফজাল হোসেন এবং সঙ্গে কয়েক জনকে নিয়ে কৃষকের বাড়িতে যায়। এসময় কৃষক আসাদ আলীকে জোড়পূর্বক হাত-পা বেঁধে তারা তুলে নিয়ে আসে। এরপর আব্দুল আজিজের বাড়ির বারান্দায় মাজায় শিকল পড়িয়ে তালাবদ্ধ করে রাখে। টাকা না দিতে পারলে ছেড়ে দিবে না বলে জানায় তারা।

ভুক্তভোগী মো. আসাদ আলী (৫০) সিরাজগঞ্জ জেলার তাড়াশ থানার ঈশ্বরপুর গ্রামের মৃত হযরত প্রামানিকের ছেলে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ