• শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৪:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম:
বিএসএফ আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে কাঁটাতারের বেড়া দিলো সীমান্তে সর্বাধুনিক প্রযুক্তিতে প্রতিদিন ২৫ লাখ ডিম উৎপাদনের লক্ষ্য প্রাণের স্বাস্থ্যের অবস্থা স্থিতিশীল ও মানসিক স্বাস্থ্যের উন্নতি হয়েছে খালেদা জিয়ার। পরিস্থিতি নিয়ন্ত্রণের আনতে বন্ধ রাখা হয় ইত্যাদির শুটিং বঙ্গোপসাগরে দুইদিনে ধরাপরলো ১৯৫ মণ ইলিশ‌‌ যারা মাইনাস-টুর কথা বলে এটা তাদের মনগড়া: খসরু গণঅভ্যুত্থানে নিহত ছয়জনের মরদেহ পড়ে আছে ঢামেকের মর্গে গা‌ড়ির সি‌লিন্ডা‌র বি‌ষ্ফোর‌ণের আগু‌নে চারজ‌নের মৃত‌্যু নাসরিন আক্তার পরিচয় দেওয়ায় নিপুণ আটকে দিয়েছে ইমিগ্রেশন পুলিশ তামিম প্রতিপক্ষ খেলোয়াড়ের দিকে তেড়ে যাওয়ায় শাস্তি পাচ্ছেন

ব্রাজিল দলে এবারও নেই আন্থনি, ফিরেছেন ভিনিসিউস

নিউজ ডেস্ক
আপডেটঃ : রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩

আগামী মাসে বিশ্বকাপ বাছাইয়ে ভেনেজুয়েলা ও উরুগুয়ের বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। এজন্য ভারপ্রাপ্ত কোচ ফার্নান্দো দিনিজের দলে এবারও জায়গা হয়নি ম্যানচেস্টার ইউনাইটেড তারকা আন্তনির। চোট কাটিয়ে দলে ফিরেছেন রিয়াল মাদ্রিদ তারকা ভিনিসিউস জুনিয়র।

দুই ম্যাচের জন্য স্থানীয় সময় শনিবার ২৩ সদস্যের দল ঘোষণা করেন দিনিজ।

বিশ্বকাপ বাছাইয়ের প্রথম দুই ম্যাচে জিতে শুরুটা দারুণভাবে করেছে ব্রাজিল। বলিভিয়াকে ৫-১ গোলে উড়িয়ে দেওয়ার পর পেরুর বিপক্ষে পেয়েছে ১-০ ব্যবধানের জয়। আগামী ১৩ ও ১৮ অক্টোবর ঘরের মাঠে ভেনেজুয়েলাকে আতিথ্য দেওয়ার পর নেইমাররা পরের ম্যাচটি খেলতে যাবেন উরুগুয়েতে।

এজন্য বেশ আগেভাগেই দল ঘোষণা করলেন দিনিজ। দলে অবশ্য বড় কোনো চমক নেই। প্রেমিকাকে নির্যাতনের অভিযোগ সামনে আসার পর আন্থনিকে বাদ দেওয়া হয়। তার পরিবর্তে দলে ফেরা আর্সেনাল স্ট্রাইকার গ্যাব্রিয়েল জেসুস জায়গা ধরে রেখেছেন।

প্রথম দুই ম্যাচের দলে ছিলেন ভিনিসিউস। চোটে পড়ার কারণে তাঁকে বাদ দিয়ে দলে ফেরানো হয় রাফিনিয়াকে। ভিনিসিয়ুস ফিরলেও জায়গা হারাতে হয়নি বার্সেলোনার এই উইঙ্গারকে। এই দুজন ছাড়াও ব্রাজিলের নেইমারের সঙ্গে আক্রমণভাগে রয়েছেন রদ্রিগো, ম্যাথাউস কুনিয়া এবং রিচার্লিসন। সাম্প্রতিক সময়ে ছন্দহীনতায় ভোগা টটেনহাম তারকা রিচার্লিসনের প্রতি আস্থা ধরে রেখেছেন কোচ।

মিডফিল্ডে কাসেমিরো, ব্রুনো গিমারেজের সঙ্গে আছেন ফ্ল্যামেঙ্গোতে খেলা গারসন এবং ফ্লুমিনেন্সের আন্দ্রে। আর রক্ষণে দানিলো, রেনান লোদি, মার্কিনিওসের সঙ্গে আছেন ভান্দারসন, কাইয়ো হেনরিক, গ্যাব্রিয়েল মাগালাইস। আর গোলরক্ষক হিসেবে আলিসন ও এদেরসনের সঙ্গে রাখা হয়েছে বোতোফোগোর লুকাস পেরিকে।

ব্রাজিল দল

গোলকিপার: আলিসন (লিভারপুল), এদেরসন (ম্যানচেস্টার সিটি), লুকাস পেরি (বোতাফোগো)।

ডিফেন্ডার: দানিলো (জুভেন্টাস), ভান্দারসন (মোনাকো), রেনান লোদি (মার্শেই), কাইয়ো হেনরিক (মোনাকো), গাব্রিয়েল মাগালাইস (আর্সেনাল), মার্কিনিওস (পিএসজি), নিনো (ফ্লুমিনেন্স), ব্রেমার (জুভেন্টাস)।

মিডফিল্ডার: ব্রুনো গিমারেজ (নিউক্যাসল), গারসন (ফ্লুমিঙ্গো), আন্দ্রে (ফ্লুমিনেন্স), কাসেমিরো (ম্যানচেস্টার ইউনাইটেড), রাফায়েল ভেইগা (পালমেইরাস)।

ফরোয়ার্ড: নেইমার (আল হিলাল), রিচার্লিসন (টটেনহাম), রদ্রিগো (রিয়াল মাদ্রিদ), ভিনিসিয়ুস জুনিয়র (রিয়াল মাদ্রিদ), ম্যাথাউস কুনিয়া (উলভারহ্যাম্পটন), গ্যাব্রিয়েল জেসুস (আর্সেনাল), রাফিনিয়া (বার্সেলোনা)।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ