• সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৪:২১ অপরাহ্ন

পাথরঘাটায় অটোরিকশাচাপায় শিশু নিহত

নিউজ ডেস্ক
আপডেটঃ : রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩

বরগুনার পাথরঘাটায় অটোরিকশার চাপায় জুনায়েত মোল্লা (৫) নামের এক শিশু নিহত হয়েছে। রোববার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার চরদুয়ানী ইউনিয়নের মাছেরখাল-খলিফারহাট সড়কের মোল্লা বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জুনায়েত মোল্লা ওই এলাকার মো: ইসমাইল মোল্লার ছেলে।

জানা গেছে, নিহত জুনায়েত মোল্লা তার দাদা মো: ইদ্রিস মোল্লার সাথে বাড়ির পাশের মাঠে ছাগলকে ঘাস খাওয়াতে যাওয়ার সময় রাস্তা পারাপারের জন্য দৌড় দিলে ব্যাটারিচালিত অটোরিকশার সাথে ধাক্কা লেগে রাস্তায় পড়ে যায়। তাকে উদ্ধার করে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পাথরঘাটা থানা উপ-পরিদর্শক (এসআই) অসিম সিকদার জানান, খবর পাওয়ার সাথে সাথেই লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনী ব্যাবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ