পটুয়াখালীতে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১০৭ জন। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ২৯৮ জন। জেলায় এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে ৫ জন।
সোমবার (২৫ সেপ্টেম্বর) পটুয়াখালী জেলা সিভিল সার্জন এস এম কবির হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, কয়েক দিনের বৃষ্টিতে ডেঙ্গু রোগীর সংখ্যা কম থাকলেও আবার বাড়তে শুরু করেছে। তবে ডেঙ্গু নিয়ন্ত্রণে আমাদের সব প্রস্তুতি রয়েছে। আশা করি কোনো সমস্যা হবে না।
রোগীদের অভিযোগ, বারান্দায় এবং মেঝেতে চিকিৎসা নিতে তাদের সমস্যা হচ্ছে। বারান্দায় ফ্যান না থাকায় গরমে সমস্যা হচ্ছে। বারান্দার দুপাশ থেকে ড্রেনের দুর্গন্ধসহ মশা মাছির উপদ্রব রয়েছে।
জেলার সিভিল সার্জনের তথ্য মতে, এখন পর্যন্ত জেলায় মোট ৪ হাজার ৮৫৯ জন চিকিৎসা নিয়ে ভাল হয়ে বাড়ি ফিরেছেন। জেলায় মোট আক্রান্ত রোগীর সংখ্যা ৫ হাজার ১৫৭ জন।