স্কুলে কোন শিক্ষার্থী ছাড়াই চলছে পাঠদান। এ অবস্থা দেখা যায় দিনাজপুরের খানসামার একটি স্কুলে। খানসামা উপজেলার কায়েমপুর উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ তাজ উদ্দিন। পরিদর্শনে দু’টি শ্রেণিতে হাতেগোনা কয়েকজন শিক্ষার্থীর উপস্থিতি মিললেও তিনটি শ্রেণিতে কোন শিক্ষার্থীর দেখা মেলেনি। পরিদর্শনের এ অবস্থার রিপোর্ট উর্ধ্বতন কতৃপক্ষকে জানানো হবে জানায় ইউএনও মোঃ তাজ উদ্দিন।
আজ সোমবার দুপুরে খানসামা উপজেলার খামারপাড়া ইউপির কায়েমপুর উচ্চ বিদ্যালয়ে পরিদর্শনে গিয়ে এমন চিত্র দেখতে পান ইউএনও মোঃ তাজ উদ্দিন।
জানা যায়, কায়েমপুর উচ্চ বিদ্যালয় ১৯৬৪ সালে প্রতিষ্ঠিত হয়। ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত মোট শিক্ষার্থীর সংখ্যা ১২৭ জন। বর্তমানে এ বিদ্যালয়ে শিক্ষক ও কর্মচারীর সংখ্যা ১৩ জন। কায়েমপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল হুদা জানান, কয়েকদিন ধরে বৃষ্টি হওয়ার কারণে ছাত্র-ছাত্রীর উপস্থিতি কম ছিল। তবে এর আগে শিক্ষার্থীদের উপস্থিতি যথেষ্ট ভাল ছিল।
এ ব্যাপারে খানসামা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ তাজ উদ্দিন জানান, কায়েমপুর উচ্চ বিদ্যালয় পরিদর্শনে গিয়ে দেখা যায় ৭ম ও ৮ম শ্রেণিতে হাতেগনা কয়েকজন শিক্ষার্থী থাকলেও ৬ষ্ঠ, ৯ম ও ১০ম শ্রেণিকক্ষগুলো পুরোটাই ফাঁকা ছিল। একজন শিক্ষার্থীও ছিল না। যা মোটেও কাম্য নয়। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হবে।