ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে সপরিবারে সাক্ষাৎ করেছেন জাতীয় দলের অধিনায়ক সাকিব আল হাসান। এ সময় পিটার হাসকে বাংলাদেশ দলের জার্সি উপহার দিয়েছেন এই অলরাউন্ডার।
নিউজিল্যান্ডের বিপক্ষে চলমান সিরিজে বিশ্রামে রয়েছেন সাকিব। সময় দিচ্ছেন পরিবারকে। এই ফাঁকেই তিনি সাক্ষাৎ করলেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সঙ্গে।
সাকিবের স্ত্রী উম্মে আহমেদ শিশির ইনস্টাগ্রামে পিটার হাসের সঙ্গে সাক্ষাতের বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন। যেখানে সাকিব-শিশিরের সঙ্গে তাদের তিন শিশু সন্তানে দেখা যাচ্ছে।
মোট ছয়টি ছবির একটি ছবিতে দেখা যাচ্ছে, হাসের সঙ্গে বেসবলে মেতেছেন সাকিব। শিশির তার ক্যাপশনে লিখেছেন, ক্রিকেটও খেলেছেন তারা।
ছবিগুলো পোস্ট করে ক্যাপশনে শিশির লিখেন, ‘বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে দেখা করার সময়টা দারুণ ছিল! ক্রিকেট এবং বেসবল খেলে দুপুরটা ভালোই কেটেছে। রাষ্ট্রদূতের সঙ্গে সাকিবের চ্যালেঞ্জ অবশ্যই দেখার মতো ছিল। আমাদের আতিথেয়তা দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ!’