সফরকারী নিউজিল্যান্ডের কাছে সিরিজ হার এড়ানোর লক্ষ্য নিয়ে তৃতীয় ও শেষ ওয়ানডেতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। পরীক্ষা-নিরীক্ষার সিরিজ হলেও শেষ ম্যাচ জিতে সমতায় তা শেষ করতে চায় বাংলাদেশ।
যেখানে প্রথমবারের মতো টাইগার অধিনায়ক হিসেবে অভিষেক হয়েছে নাজমুল হোসেন শান্তর। আর প্রথম ম্যাচেই জিতলেন টস। জিতে ব্যাটিংয়ে নামার সিদ্ধান্ত নেন তিনি।
এদিকে বাংলাদেশের ১৪৭তম ওয়ানডে ক্রিকেটার জাকির হাসান। ঘরের মাঠে আয়ারল্যান্ড সিরিজেই তার অভিষেক হওয়ার সম্ভাবনা ছিল। কিন্তু চোটে ছিটকে যাওয়াতে সেই যাত্রায় আর সেটা হয়নি। অবশেষে নিউজিল্যান্ড সিরিজের শেষ ম্যাচে অভিষেক হলো তার।