পাভেল মিয়া, সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি: প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগ সভানেত্রী দেশনেত্রী শেখ হাসিনার নেতৃত্বে গত ১৫ বছরের দেশের উন্নয়ন ও অগ্রগতির সাফল্য তুলে ধরে লিফলেট বিতরণ করেছেন আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনের সংসদ সদস্য নির্বাচনে এমপি পদে নৌকা মার্কার মনোনয়ন প্রত্যাশী দৈনিক সংবাদ সংযোগ পত্রিকার প্রকাশক ও সম্পাদক শাহাজাদী আলম লিপি।
মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) সোনাতলা উপজেলার পৌর এলাকার মাদ্রাসা মোড় থেকে শুরু করে বাজার এলাকা পর্যন্ত, চারমাথা মোড় থেকে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান, মুদির দোকান ও ফুটপাতের পথচারী ও যানবাহনের সাধারণ মানুষদের কাছে লিফলেট বিতরণ করেন। ওই লিফলেটে জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারাবাহিকতায় পদ্মা সেতু নির্মান, ভূমিহীন ও গৃহহীনদের জমিসহ ঘর প্রদান, শিক্ষা, স্বাস্থ্য, গ্রামীন অবকাঠামো উন্নয়নসহ একাধিক উন্নয়নের চিত্র তুলে ধরা হয়।
এছাড়াও গণসংযোগে শাহাজাদী আলম লিপি বর্তমান সরকারের উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন। এ সময় গণসংযোগে উপস্থিত ছিলেন সোনাতলা উপজেলা আওয়ামী লীগ যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ আতোয়ার রহমান গেদা সাবেক, সাবেক সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান বুলু, যুব ও ক্রিয়া সম্পাদক মোঃ মোক্তাদুর রহমান ফিটু, কৃষক লীগ সহ-সভাপতি উজ্জল সরকার, মধুপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মোঃ দবির হোসেন মন্ডল,দিকদাইড় ইউনিয়ন আওয়ামী লীগ সাবেক সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম,কামালপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হেদায়েতুল ইসলাম, হাটশেরপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ইফাজ উদ্দিন প্রামানিক, যু্গ্ম সাধারণ সম্পাদক এ কেএম আজিজুল কবির,উপজেলা যুবলীগের স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক আব্দুল মমিন, যুবলীগ নেতা রেজাউল করিম রনি,সারিয়াকান্দি উপজেলা ছাত্রলীগের ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক লোকমান হোসেন রিমনসহ স্থানীয় শতাধিক নেতাকর্মীরা ও এলাকার জনসাধারণ উপস্থিত ছিলেন।