উত্তরের প্রবেশদ্বার পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে পালিত হয়েছে বিশ্ব পর্যটন দিবস। দিবসটির এবারের প্রতিপাদ্য বিষয়— ‘পর্যটনে পরিবেশ বান্ধব বিনিয়োগ’।
এ দিবস উপলক্ষে বুধবার (২৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় তেঁতুলিয়া উপজেলা প্রশাসন কার্যালয়ের সামন থেকে র্যালি অনুষ্ঠিত হয়। পরবর্তীতে উপজেলা প্রশাসনের আয়োজনে হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কাজী মতিউর রহমান সঞ্চালনায় বিশ্ব পর্যটন দিবসের আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে রাব্বির সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী মাহমুদুর রহমান ডাবলু।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন— উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইয়াছিন আলী মন্ডল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইউসুফ আলী, উপজেলা কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর আলম, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা রোকেয়া বেগম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাকির হোসেন, উপজেলা সহকারী প্রোগ্রামার কর্মকর্তা নবীউল কারিম সরকার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাহ্ মো. আল আমিন, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ করিম সিদ্দিকী, বাংলাবান্ধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কুদরত ই খুদা মিলন, বুড়া-বুড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তারেক হোসেন ও তেঁতুলিয়া টুরিজমের এসকে দোয়েল, তৌহিদুল হাসান তুহিন, আহসান হাবীব, জুলহাজ উদ্দিন প্রমুখ।