সড়কজুড়ে আলোকসজ্জা। একটু পর পর ছোট-বড় তোরণ। একইসঙ্গে সাঁটানো হয়েছে ব্যানার-ফেস্টুন। এছাড়াও সড়কের দুপাশে বিশেষ পতাকাও পুঁতে দেওয়া হয়েছে। চট্টগ্রাম নগরের মুরাদপুর মোড় এলাকার দৃশ্য এমনই। এই মোড় থেকে জামেয়া আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসাসহ আশপাশের কয়েক কিলোমিটারজুড়ে লাগানো হয়েছে রঙবেরঙের বাতি। পুরো এলাকাজুড়ে বিরাজ করছে উৎসবের আমেজ।
শুধু মুরাদপুর নয়, পুরো চট্টগ্রামের বিভিন্ন স্থানে একইভাবে আলোকসজ্জা করা হয়েছে। নবীর জন্মদিন অর্থাৎ ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে আয়োজনের যেন কোনো কমতি নেই। ইতোমধ্যে নবীপ্রেমীদের ঢল নেমেছে জামেয়া আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসার দিকে। বুধবার (২৭ সেপ্টেম্বর) দিবাগত রাতেও মাদ্রাসার আশপাশের এলাকায় লোকজনের ভিড় দেখা গেছে। বিভিন্ন খাবারের দোকানে ভিড় লেগে আছে। কোথাও কোথাও চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।
বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) মাদ্রাসা সংলগ্ন আলমগীর খানকাহ-এ কাদেরিয়া সৈয়দিয়া তৈয়বিয়া থেকে সকাল ৮টায় শুরু হবে ঐতিহ্যবাহী জুলুস। প্রতিবছর এই জুলুসে লাখো লাখো মানুষের ঢল নামে। চট্টগ্রামের সবচেয়ে বেশি জনসমাগম হয় এই জুলুসে।