• শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৭:০৫ পূর্বাহ্ন
শিরোনাম:
বিএসএফ আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে কাঁটাতারের বেড়া দিলো সীমান্তে সর্বাধুনিক প্রযুক্তিতে প্রতিদিন ২৫ লাখ ডিম উৎপাদনের লক্ষ্য প্রাণের স্বাস্থ্যের অবস্থা স্থিতিশীল ও মানসিক স্বাস্থ্যের উন্নতি হয়েছে খালেদা জিয়ার। পরিস্থিতি নিয়ন্ত্রণের আনতে বন্ধ রাখা হয় ইত্যাদির শুটিং বঙ্গোপসাগরে দুইদিনে ধরাপরলো ১৯৫ মণ ইলিশ‌‌ যারা মাইনাস-টুর কথা বলে এটা তাদের মনগড়া: খসরু গণঅভ্যুত্থানে নিহত ছয়জনের মরদেহ পড়ে আছে ঢামেকের মর্গে গা‌ড়ির সি‌লিন্ডা‌র বি‌ষ্ফোর‌ণের আগু‌নে চারজ‌নের মৃত‌্যু নাসরিন আক্তার পরিচয় দেওয়ায় নিপুণ আটকে দিয়েছে ইমিগ্রেশন পুলিশ তামিম প্রতিপক্ষ খেলোয়াড়ের দিকে তেড়ে যাওয়ায় শাস্তি পাচ্ছেন

‘অঘটন ঘটানোই বাংলাদেশের দ্বারা সম্ভব, সেমিতে খেলা না’

নিউজ ডেস্ক
আপডেটঃ : রবিবার, ১ অক্টোবর, ২০২৩

একরাশ বিতর্ক আর পুরোনো স্বপ্ন নতুন মোড়কে মুড়িয়ে বিশ্বকাপে অংশ নিতে ভারতে অবস্থান করছে বাংলাদেশ। ২২ গজে লাল-সবুজের প্রতিনিধদের সাম্প্রতিক পারফরম্যান্স খুব একটা আশা জাগানিয়া না হলেও প্রস্তুতি ম্যাচে লঙ্কানদের উড়িয়ে দিয়ে ভালো কিছু করার বার্তা ইতোমধ্যেই দিয়েছে টাইগাররা।

প্রথম প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কাকে ৭ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। দুর্দান্ত এমন শুরুর পরও বিশ্বকাপে বাংলাদেশের দৌড়টা রাউন্ড রবিন লিগ পর্যন্তই বলে মনে করছেন ভারতের প্রখ্যাত ক্রিকেট বিশ্লেষক আকাশ চোপড়া।

নিজের ইউটিউব চ্যানেলে আকাশ বলেন, ‘এমনিতে ওদের ফাস্ট বোলিং ভালো, স্পিন বোলিং ভালো, দুইজন ভালো অলরাউন্ডার আছে, মিরাজ-সাকিবরা আছে। তবে কিছু মিলিয়ে দল খুব বেশি ভালো নয়। এই দল কই পৌঁছাবে? এই দল কতদূর যাবে?’

তিনি আরও বলেন, ‘সত্যি কথা যদি বলি, আমার তো মনে হয় এই দল শীর্ষ চারে কোয়ালিফাই করবেই না। কিছু অঘটন হয়তো ঘটাতে পারে। আগেও ঘটিয়েছে। তবে এই দল যদি কোয়ালিফাই করতে পারে, তাহলে সেটা মিরাকলই হবে।’

সাকিবের ইনজুরির প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘এর মধ্যে খবর পেলাম সাকিব আল হাসান ইনজুরি আক্রান্ত হয়েছে। এখন কেউ যদি দুটি ওয়ার্ম আপ এবং প্রথম ম্যাচটি না খেলতে পারে তাহলে দল আরও দুর্বল হয়ে যায়।’

তবে শেষ চার নিশ্চিতের পথটাও বাতলে দিলেন এই ক্রিকেটবোদ্ধা।

আকাশ বলেন, ‘ব্যাটারদের জ্বলে উঠতে হবে। কেননা পাঁচ আঙুল এক না হলে হাত কখনোই মুঠোবন্দি হবে না। বাংলাদেশের ক্ষেত্রে এটা আমরা গত এশিয়া কাপেও দেখেছি। সবাই মিলে যদি পারফরম্যান্স না করতে পারে তাহলে ওরা ভালো করে না।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ