একরাশ বিতর্ক আর পুরোনো স্বপ্ন নতুন মোড়কে মুড়িয়ে বিশ্বকাপে অংশ নিতে ভারতে অবস্থান করছে বাংলাদেশ। ২২ গজে লাল-সবুজের প্রতিনিধদের সাম্প্রতিক পারফরম্যান্স খুব একটা আশা জাগানিয়া না হলেও প্রস্তুতি ম্যাচে লঙ্কানদের উড়িয়ে দিয়ে ভালো কিছু করার বার্তা ইতোমধ্যেই দিয়েছে টাইগাররা।
প্রথম প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কাকে ৭ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। দুর্দান্ত এমন শুরুর পরও বিশ্বকাপে বাংলাদেশের দৌড়টা রাউন্ড রবিন লিগ পর্যন্তই বলে মনে করছেন ভারতের প্রখ্যাত ক্রিকেট বিশ্লেষক আকাশ চোপড়া।
নিজের ইউটিউব চ্যানেলে আকাশ বলেন, ‘এমনিতে ওদের ফাস্ট বোলিং ভালো, স্পিন বোলিং ভালো, দুইজন ভালো অলরাউন্ডার আছে, মিরাজ-সাকিবরা আছে। তবে কিছু মিলিয়ে দল খুব বেশি ভালো নয়। এই দল কই পৌঁছাবে? এই দল কতদূর যাবে?’
তিনি আরও বলেন, ‘সত্যি কথা যদি বলি, আমার তো মনে হয় এই দল শীর্ষ চারে কোয়ালিফাই করবেই না। কিছু অঘটন হয়তো ঘটাতে পারে। আগেও ঘটিয়েছে। তবে এই দল যদি কোয়ালিফাই করতে পারে, তাহলে সেটা মিরাকলই হবে।’
সাকিবের ইনজুরির প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘এর মধ্যে খবর পেলাম সাকিব আল হাসান ইনজুরি আক্রান্ত হয়েছে। এখন কেউ যদি দুটি ওয়ার্ম আপ এবং প্রথম ম্যাচটি না খেলতে পারে তাহলে দল আরও দুর্বল হয়ে যায়।’
তবে শেষ চার নিশ্চিতের পথটাও বাতলে দিলেন এই ক্রিকেটবোদ্ধা।
আকাশ বলেন, ‘ব্যাটারদের জ্বলে উঠতে হবে। কেননা পাঁচ আঙুল এক না হলে হাত কখনোই মুঠোবন্দি হবে না। বাংলাদেশের ক্ষেত্রে এটা আমরা গত এশিয়া কাপেও দেখেছি। সবাই মিলে যদি পারফরম্যান্স না করতে পারে তাহলে ওরা ভালো করে না।’