ভারত বিশ্বকাপে না থেকেও ধর্মশালার গ্যালারিতে আছেন টাইগার ওপেনার তামিম ইকবাল। শনিবার আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের খেলা দেখতে আসা সমর্থকরা তামিম ইকবালকে নিয়ে বানানো একটি ব্যানার নিয়ে উপস্থিত হন গ্যালারিতে। তাতে লেখা, ‘আমরা তোমাকে কখনও ভুলব না।’
জাতীয় দলের তারকা ওপেনারকে ভুলতে পারছেন না টাইগার সমর্থকরা। ধর্মশালায় আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের ম্যাচটি দেখার জন্য বাংলাদেশ থেকে অনেক সমর্থক গেছেন ভারতে। গ্যালারিতে উপস্থিত হওয়া সমর্থকরা তামিম ইকবালকে নিয়ে বানানো একটি ব্যানার নিয়ে উপস্থিত হন। সেই ব্যানারে তামিমের ছবির পাশে লেখা আছে- ‘তামিম উই উইল নেভার ফরগিভ ইউ’ যার অর্থ- তামিম আমরা তোমাকে কখনও ভুলব না।
জাতীয় দলের হয়ে ১৭ বছর খেলেছেন তামিম ইকবাল। দল থেকে বাদ পড়ার পর ফেসবুক লাইভে তামিম বলেছিলেন, ‘আমাকে সবাই মনে রাখিয়েন। ভুলে যাইয়েন না।’
প্রসঙ্গত, তামিম ইকবাল দেশের হয়ে রেকর্ড সর্বোচ্চ ২৫টি সেঞ্চুরির সাহায্যে সবচেয়ে বেশি ১৫ হাজার ২৪৯ রান করেছেন। দেশের অসংখ্য ম্যাচ জয়ে তার অবদান রয়েছে। অথচ বিশ্বের অন্যতম সেরা এই ওপেনারকে রাখা হয়নি এবারের বিশ্বকাপের মতো গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে।