টসে জিতে আগে ফিল্ডিং নিয়েছে বাংলাদেশ। ইংল্যান্ডকে আগে ব্যাট করতে পাঠিয়েছেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। খেলা শুরু হবে বাংলাদেশ সময় বেলা ১১টায়।
টানা দ্বিতীয় জয়ের খোঁজে আজ মাঠে নেমেছে বাংলাদেশ। টাইগারদের প্রতিপক্ষ বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড। তবে বিশ্বকাপে দু’বার ইংলিশ বধের নায়ক মাহমুদউল্লাহ রিয়াদ নেই একাদশে।
ভারতের ধর্মশালার নয়নাভিরাম হিমাচল প্রদেশ স্টেডিয়ামে আতিথ্য নিচ্ছে উভয় দল। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় দেড় হাজার মিটার উঁচুতে অবস্থিত এই মাঠে বাংলাদেশ গত ম্যাচে খেলেছে আফগানিস্তানের বিপক্ষে। তবে ইংলিশরা খেলছে প্রথমবারের মতো।
ইংলিশরা আছে ভারত বিশ্বকাপে নিজেদের প্রথম জয়ের খোঁজে, উদ্বোধনী ম্যাচে তারা হেরে গেছে নিউজিল্যান্ডের কাছে। ফলে হয়ে আছে ক্ষুধার্ত। বিপরীতে প্রথম ম্যাচে জয়ের পর আজো জয় নিয়ে সেমিফাইনালের পথে এগিয়ে থাকতে চায় টাইগাররা।
একাদশে আছে এক পরিবর্তন। গুঞ্জন সত্যি করে একাদশে নেই মাহমুদউল্লাহ রিয়াদ। তার বদলে একাদশে এসেছেন শেখ মেহেদী হাসান।
ইংল্যান্ড দলেও আছে এক পরিবর্তন। মইন আলির বদলে রিস টপলিকে একাদশে এনেছে তারা।
বাংলাদেশ একাদশ :
লিটন দাস, তানজিদ তামিম, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, মেহেদী মিরাজ, শেখ মেহেদী, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম।
ইংল্যান্ড একাদশ :
জশ বাটলার, জনি বেয়ারেস্টো, রিস টপলি, আদিল রাশিদ, জো রুট, ডেভিড মালান, ক্রিস ওকস, লিয়াম লিভিংস্টোন, মার্ক উড, স্যাম কারান ও হ্যারি ব্রুক।