• বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৪:৪৫ পূর্বাহ্ন

সারিয়াকান্দি উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
আপডেটঃ : মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০২৩

পাভেল মিয়া,সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি: বগুড়া সারিয়াকান্দি উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০অক্টোবর) সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন বগুড়া-১আসনের সংসদ সদস্য সাহাদারা মান্নান।

উপজেলা নির্বাহী অফিসার তৌহিদুর রহমানের সভাপতিত্বে উপজেলা পরিষদ চেয়ারম্যান রেজাউল করিম মুন্টু, পৌর মেয়র মতিউর রহমান মতি, উপজেলা ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী তরফদার, মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনুর বেগম, ফুলবাড়ি ইউপি চেয়ারম্যান আনোয়ারুত তারিক মোহাম্মদ, কর্ণিবাড়ী ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন দিপন,চন্দনবাইশা ইউপি চেয়ারম্যান মাহমুদুন নবী হিরো,বোহাইল ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান খান,কুতুবপুর ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম সুজন, চালুয়াবাড়ী ইউপি চেয়ারম্যান বাদশা, হাটশেরপুর ইউপি চেয়ারম্যান নূর মোঃ মেহেদী হাসান আলো,ভেলাবাড়ী ইউপি চেয়ারম্যান শরিফুল ইসলাম শিপন, উপজেলা কৃষি অফিসার আব্দুল হালিম, মৎস্য অফিসার গোলাম মোর্শেদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) সাইফুল ইসলাম,আনসার ভিডিপি অফিসার মো:রাকিবুল হাসান,উপজেলা প্রকৌশলী (এলজিইডি) তুহিন সরকার প্রমুখ বক্তব্য রাখেন।

এসময় পল্লী উন্নয়ন কর্মকর্তা আব্দুল রাজ্জাক উল হায়দার, মহিলা বিষয়ক কর্মকর্তা লাইলা পারভিন নাহারসহ উপজেলা পর্যায়ের কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন।
সভার শুরুতে উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ বাল্যবিয়ে, ইভটিজিং, সন্ত্রাস, মাদক প্রতিরোধসহ বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার তৌহিদুর রহমান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ