বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে পাকিস্তানের রেকর্ড জয়ে শতক হাঁকিয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন মোহাম্মদ রিজওয়ান। উইকেট কিপার ব্যাটার রিজওয়ান তার এই শতক উৎসর্গ করেছেন ফিলিস্তিনের গাজা উপত্যকার ‘ভাই-বোন’দের প্রতি।
মঙ্গলবার ম্যাচটি জেতার পর সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ এক পোস্টের ম্যাধ্যমে বিষয়টি জানান রিজওয়ান। তাতে তিনি লেখেন, ‘আমি এটি আমার গাজার ‘ভাই-বোন’দের উৎসর্গ করলাম।’
তিনি আরো লেখেন, ‘পাকিস্তান দলের জয়ে অবদান রাখতে পেরে আমি আনন্দিত। ম্যাচটি সহজ করার ক্ষেত্রে পুরো দল ও বিশেষত আব্দুল্লাহ শফিক ও হাসান আলির বিশেষ অবদান রয়েছে।’
একইসাথে ওই পোস্টে রিজওয়ান হয়দরাবাদের মানুষের প্রশংসাও করেছেন। লিখেছেন, ‘আশ্চর্যজনক আতিথেয়তা ও সমর্থনের জন্য হয়দরাবাদের জনগণের প্রতি অত্যন্ত কৃতজ্ঞতা।‘