বিশ্বকাপে অংশগ্রহণকারী দলের ক্রিকেটারদের নিয়ে আইসিসি একটি প্রশ্নোত্তর পর্ব করেছে। সেখানে ভারতীয় দলের কোনো তারকাকে সুযোগ থাকলে চুরি করতেন এমন এক প্রশ্নে কয়েকজন অধিনায়ক জবাবে বলেছেন বিরাট কোহলির নাম। বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসানও ব্যতিক্রম নয়, তিনিও জানিয়েছেন সুযোগ থাকলে কোহলিকেই চুরি করতেন তিনি। নিউজিল্যান্ডের বিপক্ষে পরের ম্যাচে সাকিব উপযুক্ত কৌশল নিয়েই নামার কথা জানিয়েছেন।
ধর্মশালা থেকে চেন্নাইয়ে বিমানযাত্রার পথে মেহেদি হাসান মিরাজের সঙ্গে দাবা খেলেছেন সাকিব। এই মুুহূর্তে অলরাউন্ডার হিসেবে সাকিবের উপযুক্ত উত্তরসূরি হিসেবে ভাবা হচ্ছে মিরাজকে। অনেকেই মনে করছেন সাকিবকে ছাড়িয়ে যাবেন তিনি। সেজন্যই হয়তো বিমানে উঠে মিরাজকে বুদ্ধির খেলা দাবায় চ্যালেঞ্জ ছুড়েছেন সাকিব।