• বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ১১:৫০ পূর্বাহ্ন

শিক্ষার্থীদের পাঠদান করালেন ইউএনও

নিউজ ডেস্ক
আপডেটঃ : শনিবার, ১৪ অক্টোবর, ২০২৩
শ্রেণিকক্ষে নির্বাহী কর্মকর্তা মো. বশির গাজী

পটুয়াখালীর বাউফলের কাছিপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের একটি শ্রেণি কক্ষে শিক্ষার্থীদের পাঠদান চলছে। যিনি পাঠদান করাচ্ছেন তিনি হলেন বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বশির গাজী। তিনি ওই বিদ্যালয় পরিদর্শনে গিয়ে পর্যয়ক্রমে ৬ষ্ঠ, ৮ম ও ৯ম শ্রেণির শিক্ষার্থীদের পাঠদান করেন। তার এ পাঠদানের বিষয়টি ওই বিদ্যালয়ের সকল শিক্ষক ও শিক্ষার্থীদের অভিভূত করেছেন।

ইউএনও মো. বশির গাজী শুধু কাছিপাড়া মাধ্যমিক বিদ্যালয়ই নয়, সুযোগ পেলেই তিনি শিক্ষার মান যাচাই করতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান করতে চলে যান। তার এ বিষয়টি ইতিমধ্যে বাউফলে অভিভাবক মহলে দারুন প্রশংসা কুঁড়িয়েছে।

ইউএনও মো. বশির গাজী বলেন, আমি দাপ্তরিক কাজের বাইরে সুযোগ পেলেই কোননা কোন বিদ্যালয়ে ছুটে যাই। শিক্ষকরা শিক্ষার্থীদের কি শিখাচ্ছেন মূলত এটা যাচাই করাই ছিল আমার মূল উদ্দেশ্য। আমার মনে হচ্ছে- মফস্বলের অধিকাংশ বিদ্যালয় শিক্ষার সেই রকম পরিবেশ নেই। শিক্ষকরা শ্রেণি কক্ষে পাঠদানে তেমন মনোযোগী নয়। তেমনি শিক্ষার্থীরাও ক্লাস ফাঁকি দেয়ার চেষ্টা করে।

তিনি সকল শিক্ষকদের পাঠদানে মনযোগী হওয়ার অনুরোধ করেছেন। পাশাপাশি তিনি অভিভাবকদের তার সন্তানের প্রতি আরও সচেতন হওয়ার আহবান জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ