• বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ১১:৫৩ পূর্বাহ্ন

সিরাজগঞ্জে আরও ৭১ জনের ডেঙ্গু শনাক্ত

নিউজ ডেস্ক
আপডেটঃ : শনিবার, ১৪ অক্টোবর, ২০২৩
ফাইল ছবি

সিরাজগঞ্জে গত ২৪ ঘণ্টায় আরও ৭১ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। এসব নতুন শনাক্ত ডেঙ্গু রোগীরা জেলা শহরের সরকারি ও বেসরকারি হাসপাতাল ছাড়াও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন।

শনিবার (১৪ অক্টোবর) দুপুর ১২টায় সিরাজগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, জেলায় গত ২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ৯ জন, সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব জেনারেল হাসপাতালে ১২ জন, নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ হাসপাতালে চারজন, কাজীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চারজন, উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছয়জন, শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঁচজন, বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২০ জন, কামারখন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চারজন ভর্তি রয়েছেন।

এতে আরও বলা হয়, চলতি বছরে এ পর্যন্ত জেলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন দুই হাজার ৭৪৮ জন। সুস্থ হয়েছেন দুই হাজার ৫৫৮ জন। হাসপাতালে এখন পর্যন্ত ভর্তি রয়েছে ১৮৭ জন। এ সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন তিনজন।

সিরাজগঞ্জ ডেপুটি সিভিল সার্জন ডা. আ ফ ম ওবায়দুল ইসলাম গণমাধ্যমকে বলেন, জেলায় ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা গত কয়েক দিনের তুলনায় আজ বেড়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ