বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে চলছে ‘গঙ্গ যমুনা নাট্য ও সাংস্কৃতিক উত্সব ২০১৭’। উত্সবে প্রতিদিন মঞ্চায়িত হচ্ছে একাধিক নাটক। আজ জাতীয় নাট্যশালার পরিক্ষণ থিয়েটার হলে সন্ধ্যা ৭টায় মঞ্চায়িত হবে আরণ্যক নাট্যদলের ‘দ্য জুবলি হোটেল’। নাটকটি রচনা ও নির্দেশনা দিয়েছেন মান্নান হীরা। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন তমালিকা কর্মকার, আরিফ হোসেন আপেল, সাজ্জাদ সাজু, রুবলী চৌধুরী, মনির জামান, অপু মেহেদী, ইশতিয়াক হোসেন, রিয়া, রানু, রিমা, আমানুল হক হেলাল, পার্থ চ্যাটার্জী, কৌশিক সাহা, মাহাফুজ মুন্না, নিকিতা নন্দিনী, সাঈদ সুমন, মরু ভাষ্কর, তাজউদ্দিন তাজু, রেজওয়ান পারভেজ, কামরুল হাসান, ফিরোজ মামুন, জুবায়ের জাহিদ, শাহরান, শেখ জিয়াদুল হক, এস রানা, আল আমিন, সুজাত শিমুল, সাক্ষ্য শাহীদ, আমিনুল হক এবং মান্নান হীরা। ফয়েজ জহিরের মঞ্চ ও আলোক পরিকল্পনায় নাটকের সঙ্গীত পরিকল্পনা করেছেন সুজেয় শ্যাম। সুরাইয়া শান্তার পোশাক পরিকল্পনায় এ প্রযোজনার কোরিওগ্রাফি করেছেন প্রিয়াঙ্কা। এ ছাড়াও নাটকের পোস্টার ও প্রকাশনায় রয়েছেন মোস্তাফিজ কারিগর এবং অপু মেহেদী।