• শনিবার, ৩০ নভেম্বর ২০২৪, ০৮:৪১ পূর্বাহ্ন

ইলিশ ধরায় বরিশালে ৩১ জেলের কারাদণ্ড

নিউজ ডেস্ক
আপডেটঃ : রবিবার, ১৫ অক্টোবর, ২০২৩

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় বরিশালের বিভিন্ন নদীতে অভিযান চালিয়ে ৩১ জেলেকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

রোববার (১৫ অক্টোবর) সকাল ৯টায় বিভাগীয় মৎস্য অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নাসির উদ্দিন জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

বিভাগীয় মৎস্য অফিসের তথ্যানুযায়ী, শনিবার (১৪ অক্টোবর) বরিশাল বিভাগে ১০৪টি অভিযানে ৪১টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসব অভিযানে ১৬৬ কেজি ইলিশ, এক হাজার ১৯৯ মিটার অবৈধ জাল জব্দ করা হয়েছে।

এছাড়া বরিশালে ২৬ জন, পটুয়াখালীতে চারজন ও ভোলায় তিনজনের বিরুদ্ধে মোট ৩৩টি মামলা হয়েছে। একই সঙ্গে বরিশালের ২৯ জন ও ভোলার দুজনসহ মোট ৩১ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বিভাগীয় মৎস্য অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নাসির উদ্দিন বলেন, গত ২৪ ঘণ্টার বরিশাল বিভাগের ১৫টি মৎস্য অবতরণ কেন্দ্র, ১৮১টি মাছঘাট, ৩১৩টি আড়ত ও ২০১টি বাজার পরিদর্শন করেছে মৎস্য অধিদপ্তরে জেলা ও উপজেলা কার্যালয়ের কর্মকর্তারা।

তিনি আরও বলেন, ১১ অক্টোবর মধ্যরাত থেকে ২ নভেম্বর মধ্যরাত পর্যন্ত উপকূলের সাত হাজার বর্গ কিলোমিটারের মূল প্রজননস্থলসহ সারাদেশে ইলিশ আহরণ, পরিবহন ও বিপণন নিষিদ্ধ। আর নিষেধাজ্ঞার সময়ে বরিশাল বিভাগের তিন লাখ সাত হাজার ৮৪১ জেলেকে ২৫ কেজি করে চাল দেওয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ