• বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ১১:৩৫ পূর্বাহ্ন

জনগণ ভোটের মাধ্যমে পছন্দমত প্রতিনিধি নির্বাচন করবেঃ বগুড়ায় জাপানি রাষ্ট্রদূত

নিউজ ডেস্ক
আপডেটঃ : রবিবার, ১৫ অক্টোবর, ২০২৩

সংবাদ সংযোগ রিপোর্ট:

টিএমএসএস পরিচালিত জোবেদা ফাউন্ডেশন নার্সিং ইন্সটিটিউটে এ কেন্দ্রে জাপানী প্রতিষ্ঠান মিরাই— বাংলাদেশের টিএনআরএ যৌথভাবে জাপানী প্রশিক্ষক দ্বারা প্রশিক্ষণ প্রদান করবেন। প্রথম ব্যাচে ৩৫ জন শিক্ষার্থীকে ৬ মাস ব্যাপি প্রশিক্ষণ দেয়া হবে

জনগণ ভোটের মাধ্যমে পছন্দমত প্রতিনিধি নির্বাচন করবেঃ বগুড়ায় জাপানি রাষ্ট্রদূত ।

 

জাপানি রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি বাংলাদেশের জাতীয় নির্বাচন প্রসঙ্গে বলেছেন, দেশের জনগণ স্বতন্ত্রভাবে এবং বিরোধী দলসহ সবাই তাদের মত করে নেতা নির্বাচন করবে এবং জনগণ ভোটের মাধ্যমে পছন্দমত তাদের প্রতিনিধি বাছাই করবে। তবে ভবিষ্যতে কি ঘটবে এটা সম্পর্কে আমি নিশ্চিত না কারণ এটা এ দেশের জনগণই ঠিক করবে ।

আজ রবিবার সকাল সাড়ে ১০ টার দিকে শহরের সুজাবাদ এলাকায় জাপানী ভাষা ও কেয়ারগিভার প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

জাপানি রাষ্ট্রদূত আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাপানে ভ্রমণে গিয়েছিলেন এবং আমরা তাঁর সাথে কথা বলেছি। দেশের বিভিন্ন কৌশল সম্পর্কে যেখানে আমরা প্রায় সব বিষয়ে একমত ছিলাম এবং বলেছি আমাদের বিভিন্ন সুরক্ষা বিষয়ে। যেখানে আমরা আমাদের সিকিউরিটিটা শক্তিশালী করেছি এবং একই সাথে আমাদের অর্থনীতিকে শক্তিশালী করেছি। এমনকি আমরা মানবিক উন্নয়ন সংস্থাকে শক্তিশালী করেছি । আপনারা জানেন যে, আমরা ইতিমধ্যে অনেক কাজ সম্পন্ন করেছি যেমন ঢাকা মেট্রো যমুনা রেলওয়ে স্টেশন এবং আরো অনেক কিছু। আমরা আমাদের সুরক্ষা বিষয় এই সেক্টর টা অনেক শক্তিশালী করেছি।

উদ্বোধনকালে টি এম এস এস এর নির্বাহি পরিচালক ড. হোসনে আরা বেগমের সভাপতিত্বে সংসদ সদস্য রেজাউল করিম বাবলু, পিকেএসএফএর উপ ব্যবস্থাপনা পরিচালক ড ফজলে রাব্বি সাদিক, জাপান দূতাবাসের ফাস্টর্ সেক্রেটারী তাবেই ইয়াসুসি, মিরাই এর সিও আকিরা ইয়াছুটুমি, অতি: জেলা ম্যাজিষ্ট্রেট মেজবাউল করিম বক্তব্য রাখেন।

 

টিএমএসএস পরিচালিত জোবেদা ফাউন্ডেশন নার্সিং ইন্সটিটিউটে এ কেন্দ্রে জাপানী প্রতিষ্ঠান মিরাই— বাংলাদেশের টিএনআরএ যৌথভাবে জাপানী প্রশিক্ষক দ্বারা প্রশিক্ষণ প্রদান করবেন। প্রথম ব্যাচে ৩৫ জন শিক্ষার্থীকে ৬ মাস ব্যাপি প্রশিক্ষণ দেয়া হবে বলে জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ