• শনিবার, ৩০ নভেম্বর ২০২৪, ০৮:৩৬ পূর্বাহ্ন

রায়গঞ্জে মাদক দিয়ে অন্যকে ফাঁসাতে গিয়ে ইউপি সদস্য নিজেই ফেঁসে গেলেন

নিউজ ডেস্ক
আপডেটঃ : সোমবার, ১৬ অক্টোবর, ২০২৩

সিরাজগঞ্জের রায়গঞ্জে ইয়াবা দিয়ে অন্যকে ফাঁসাতে গিয়ে নিজেই ফেঁসে গেল ইউপি সদস্য শরিফুল ইসলাম । জানাযায়, উপজেলার ধানগড়া ইউনিয়ন পরিষদের নলছিয়া দড়ি পাড়া গ্রামের বাসিন্দা ৪ নং ওয়ার্ড থেকে নির্বাচীত ইউপি সদস্য এই শরিফুল ইসলাম। তিনি নির্বাচনে জয়লাভ করার পর থেকেই নানামুখী অনিয়মের মাধ্যমে জনসেবার নামে জনদুর্ভোগ সৃষ্টি করে আসছিল। একই গ্রামের তার প্রতিপক্ষ জাহাঙ্গীরের পুত্র আরিফুলকে মাদকদ্রব্য দিয়ে ফাঁসাতে নানামুখী অপচেষ্টায় লিপ্ত হয়।

এক পর্যায়ের ১৪ অক্টোবর মধ্যে রাতে অজান্তেই জাহাঙ্গীরের বাড়িতে গোপনে ইয়াবা বড়ি রেখে আসে। পরে ইউপি সদস্য থানায় খবর দিয়ে ইয়াবা বড়ি উদ্ধার করে জাহাঙ্গীরকে আটক করে থানায় নিয়ে যায়। কিন্তু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসিফ মোহাম্মাদ সিদ্দিকুল ইসলামের নিকট ঘটনাটি সন্দেহজনক মনে হলে সত্যতা যাচাই এর উদ্দেশ্যে ইউপি সদস্য শরিফকে থানায় নিয়ে আসে। পরে মাদক দিয়ে জাহাঙ্গীরকে ফাঁসানো রহস্য বেরিয়ে আসলে জাহাঙ্গীরকে ছেড়ে দিয়ে ইউপি সদস্য শরিফকে জেল হাজতে প্রেরণ করে।
এ ঘটনায় এলাকায় দারুণ চাঞ্চল্যর সৃষ্টি হয়েছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসিফ মোহাম্মাদ সিদ্দিকুল সত্যতা নিশ্চিত করে বলেন ইউপি সদস্যকে মাদকদ্রব্য আইনে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ