বাণিজ্যিক ব্যাংকের ডলার কেনায় দর বাড়ছে। প্রতি ডলারে ১১০ টাকার সঙ্গে আড়াই শতাংশ হারে প্রণোদনা দিতে পারবে বাণিজ্যিক ব্যাংক।
রোববার (২২ অক্টোবর) থেকে ব্যাং এই নতুন দরে প্রণোদনা দিয়ে ডলার কিনতে পারবে।
অপরদিকে ডলার বিক্রির দর ১১০ টাকা ৫০ পয়সা অপরিবর্তিত রাখা হয়েছে। এর ফলে ব্যাংকের ডলার বিক্রি দরের চেয়ে কেনা দর বেশি হবে।
বাংলাদেশ ব্যাংকের মধ্যস্ততায় শুক্রবার (২০ অক্টোবর) অনুষ্ঠিত ব্যাংকের প্রধান নির্বাহীদের সংগঠন এবিবি ও বৈদেশিক মুদ্রা লেনদেনকারী ব্যাংকের সংগঠন বাফেদার যৌথ সভায় এমন সিদ্ধান্ত হয়েছে। শনিবার (২১ অক্টোবর) এ সিদ্ধান্ত জানিয়ে ব্যাংকগুলোতে চিঠি দেওয়া হয়েছে।
ডলারের দর বাড়তে থাকায় গত বছরের ১১ সেপ্টেম্বর থেকে ডলারের দর ঠিক করছে ব্যাংকগুলো। কখনোই কেনার চেয়ে বিক্রির দর কম ছিল না। এবারই প্রথম কেনার চেয়ে বিক্রির দর কম দেখানোর সুযোগ দেওয়া হলো।
এদিকে ডলার কেনার সর্বোচ্চ দরের চেয়ে বিক্রির দর কম হওয়ার সিদ্ধান্তে ব্যাংকারদের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়েছে। এর মাধ্যমে ডলার বিক্রির আসল দর আড়াল করে আমদানিকারকদের থেকে বাড়তি টাকা নেওয়া বৈধতা পাবে বলে মনে করেন অনেকে।