• শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৩:৪০ অপরাহ্ন

পাটের সুদিন : কৃষকের মুখে হাসি

নিউজ ডেস্ক
আপডেটঃ : সোমবার, ২৩ অক্টোবর, ২০২৩

জেলায় এবার পাট চাষিদের মুখে হাসি ফুটেছে। বিগত কয়েক বছরের মধ্যে এবার জেলায় পাটের দাম সর্বোচ্চ। কুমিল্লার জেলার স্থানীয় হাট বাজারগুলোতে প্রতি মণ পাট দুই হাজার থেকে দুই হাজার চারশ টাকা দরে পাট বিক্রি হচ্ছে। চলতি বছরে জেলায় উৎপাদিত পাটের দাম পেয়ে পাট চাষিরা খুশি। কুমিল্লার দোল্লাই নবাবপুর হাটে পাট বিক্রি করতে আসা পাট চাষি আবেদ আলী বাসসকে জানান, অন্য বছরের তুলনায় এবার পাট চাষ করে লাভবান হয়েছি। আগের বছরগুলোর এক হাজার থেকে এক হাজার দুইশত টাকার ওপর বাজারে পাট বিক্রি করতে পারতেন না। তবে এবার দাম ভালো।

কুমিল্লা জেলা কৃষি সম্প্রাসরণ অধিদপ্তরের কর্মকর্তা আইউব মাহমুদ বাসসকে জানান, জেলার ১৭টি উপজেলার সব জায়গায় কমবেশি পাট চাষ করা হয়েছে। তবে চলতি মৌসুমে বৃষ্টিপাত বেশি হওয়ায় পাটের বাম্পার ফলন একটু ব্যাহত হয়েছে। পাটের দাম বৃদ্ধির ব্যাপারে এ কর্মকর্তা বলেন, বিগত দুই তিন বছর কাঁচাপাটের রপ্তানি বন্ধ ছিল। বর্তমানে কাঁচাপাটের রপ্তানির প্রতিবন্ধকতা না থাকায় কৃষকরা তাদের উৎপাদিত ফসলের ভালো দাম পাচ্ছেন। ফলে কৃষক পাট চাষে আগ্রহী হবেন। আশা করি আবারও ফিরে আসবে পাটের সেই সুদিন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ